এখানেই শেষ নয়, কুণালের সংযোজন, ''এবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠান। খুঁজে দেখুন- কাটমানি কে নিল, কেন ফিট সার্টিফিকেট ছাড়া সেতু খোলা হল? যে সংস্থাকে ব্রিজের কাজে যুক্ত করা হল, তাদের অভিজ্ঞতা আদৌ আছে কি? সিবিআই গিয়ে দেখুক। ডাবল ইঞ্জিন সরকারের উদ্ধার ও চিকিৎসা ছিল না। দিলীপ ঘোষের প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী কোথায় ছিল। মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। কোথায় গেল ইডি-সিবিআই? তারা কোথায় গেলেন? যান এবার।''
advertisement
আরও পড়ুন: সুকান্ত বনাম সুফিয়ান, ডান্ডা মারার পরামর্শে সরগরম তমলুক! এল পাল্টা হুঁশিয়ারি
কুণালের সংযোজন, ''মোদি বাংলায় ব্রিজ ভাঙাকে বলেছিলেন act of god। লজ্জা করে। মোদিদের ধারাবাহিক পাপের জন্য ঈশ্বরের অভিশাপ দেখল গুজরাত। বাংলার মানুষ মারা গিয়েছেন। অন্য রাজ্যের মানুষও মারা গিয়েছেন। মোদির যাওয়া দয়া করা নাকি? ওঁর যদি ৫৬ ইঞ্চি ছাতি হয়, তাহলে গুজরাতের মাটিতে দাঁড়িয়ে বাংলায় যা বলেছিলেন, সেটা বলবেন।''
আরও পড়ুন: স্বামীর হাতে লাঠি, সামনে স্ত্রী! ভয়ঙ্কর পরিণতির সাক্ষী থাকল গোপীবল্লভপুর
তৃণমূল মুখপাত্র প্রশ্ন তুলেছেন, ''দক্ষ, স্বীকৃত সংস্থাকে কেন দেওয়া হল না? কেন সিবিআই হবে না এবার? প্রশিক্ষণ প্রাপ্ত দিলীপ ঘোষের গুজরাত কী করল। গুজরাত নাকি একটা মডেল। বাংলার একজনের মৃত্যু হয়েছে ওই ঘটনায়। মুখ্যমন্ত্রী নজর রাখছেন। প্রশাসনিক আধিকারিকরা গিয়েছিলেন। ওঁদের পরিবারের সাথে কথা হচ্ছে।''