TRENDING:

TMC: ‘সোশ্যাল ভিউজ’ নিয়ে জোর লড়াই তৃণমূলে ! পারস্পরিক অঙ্কে জমজমাট সোশ্যাল লড়াই

Last Updated:

২১শে জুলাই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ট্রাফিক দেখে খুশি তৃণমূল। বিধানসভা ভোটে প্রচারে অন্যতম অস্ত্র হবে সোশ্যাল মিডিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ধর্মতলার ভিড় আর ডিজিটালের ভিউজ দেখে খুশি তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন এই সমাবেশের সঙ্গে যুক্ত নেতারা বলছেন ১৯৯৮, ২০১০-এর পর এমন ভিড় ধর্মতলায়। অন্যদিকে ২১শে জুলাই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ট্রাফিক দেখে খুশি তৃণমূল। বিধানসভা ভোটে প্রচারে অন্যতম অস্ত্র হবে সোশ্যাল মিডিয়া। এই লড়াইয়ে বিজেপির আইটি সেল অনেক এগিয়ে বলা হয়। এবার বার্ষিক সমাবেশে দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লাইভ ওয়াচ ও ভিউজ দেখে খুশি দলের নেতৃত্ব। ভিড় টানতে নানা কৌশল নিচ্ছে বাংলার শাসক দল। তৃণমূলের আইটি সেলের দায়িত্ব প্রাপ্ত নেতা দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০:৪০ পর্যন্ত প্রাপ্ত ভিউজ অনুযায়ী, দুর্গাপুরে নরেন্দ্র মোদির জনসভা ৷
‘সোশ্যাল ভিউজ’ নিয়ে জোর লড়াই তৃণমূলে
‘সোশ্যাল ভিউজ’ নিয়ে জোর লড়াই তৃণমূলে
advertisement

আরও পড়ুন– টাস্ক দিয়েছিলেন দেবাংশু…‘ডিজিটাল ভিউজ’-এ খুশি তৃণমূল কংগ্রেস

প্রায় ৪ দিনে

রাজ্য বিজেপির পেজ থেকে প্রায় সাড়ে ৬ লক্ষ

নরেন্দ্র মোদির পেজ থেকে ২২ লক্ষ

মোট: সাড়ে ২৮ লাখ

২১ শে জুলাই তৃণমূল কংগ্রেসের সভা

প্রায় ২৩ ঘণ্টায়

তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজ থেকে ৪০ লক্ষ

দিদির ফেসবুক পেজ থেকে ৩৭ লক্ষ,

advertisement

মোট ৭৭ লক্ষ।

আরও পড়ুন– সিনেমার নায়িকার চেয়ে কম কিছু নন, ৫৬ বছর বয়সেও সবার চোখ ধাঁধিয়ে দিচ্ছেন আহান পান্ডের মা ডিয়ান !

–রাজ্য বিজেপি ও নরেন্দ্র মোদির ফেসবুক পেজ মিলিয়ে চার দিনে ২৮ লক্ষ ভিউ মানে ৯৬ ঘণ্টায় ২৮ লাখ। অর্থাৎ মিনিটে ৪৮৬-টি ভিউ।

–তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট ভিউ ২৩ ঘণ্টায় ৭৭ লক্ষ। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূল কংগ্রেস বলছে,

advertisement

১. দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দি বক্তৃতার লাইভ ভিডিও সাধারণভাবে গোটা দেশ থেকে ভিউ হওয়ার কথা। তাঁর ফেসবুক ফলোয়ার ৫০ মিলিয়ন অর্থ্যাৎ ৫ কোটি প্রায় (এগুলোর মধ্যে একটা বড় অংশ ফলোয়ার টাকার বিনিময়ে বুস্ট করে পাওয়া)।

২. পাঁচ কোটি ফলোয়ারের মধ্যে বাইশ লক্ষ মানুষ লাইভ ভিডিওটি দেখেছেন। অর্থাৎ মোট ফলোয়ারের মাত্র ৪.৪% মানুষ!

advertisement

৩. সেখানে দিদির ফেসবুক ফলোয়ার ৫৩ লক্ষ (যার পুরোটাই অর্গানিক) আর তার মধ্যে ২৩ ঘণ্টায় ভিউ ৩৭ লক্ষ! অর্থাৎ মাত্র ২৩ ঘণ্টায় মোট ফলোয়ারের ৭০% অলরেডি তার বক্তব্য ফেসবুকের পর্দায় শুনে ফেলেছে।

৪. বিজেপির আইটির বাজেট কয়েক হাজার কোটি টাকা। উপরন্তু, সেখানে গোটা দেশের স্ট্রেংথ কাজ করে। সেখানে আমাদের দলের ডেডিকেটেড কর্মীরা নিজ উদ্যোগে, নিজ ক্ষমতায় লড়াই করেন। আমরা আইটি সেল সেই অগোছালো শক্তিকে একত্রিত, সঙ্ঘবদ্ধ ও কেন্দ্রীভূত করার কাজ করি কেবল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও তৃণমূলের এই দাবি উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় তাদের ফলোয়ার অনেক বেশি। বিভিন্ন রাজনৈতিক সভায় তাদের সংযোগ অনেক বেশি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: ‘সোশ্যাল ভিউজ’ নিয়ে জোর লড়াই তৃণমূলে ! পারস্পরিক অঙ্কে জমজমাট সোশ্যাল লড়াই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল