আরও পড়ুন– টাস্ক দিয়েছিলেন দেবাংশু…‘ডিজিটাল ভিউজ’-এ খুশি তৃণমূল কংগ্রেস
প্রায় ৪ দিনে
রাজ্য বিজেপির পেজ থেকে প্রায় সাড়ে ৬ লক্ষ
নরেন্দ্র মোদির পেজ থেকে ২২ লক্ষ
মোট: সাড়ে ২৮ লাখ
২১ শে জুলাই তৃণমূল কংগ্রেসের সভা
প্রায় ২৩ ঘণ্টায়
তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজ থেকে ৪০ লক্ষ
দিদির ফেসবুক পেজ থেকে ৩৭ লক্ষ,
advertisement
মোট ৭৭ লক্ষ।
–রাজ্য বিজেপি ও নরেন্দ্র মোদির ফেসবুক পেজ মিলিয়ে চার দিনে ২৮ লক্ষ ভিউ মানে ৯৬ ঘণ্টায় ২৮ লাখ। অর্থাৎ মিনিটে ৪৮৬-টি ভিউ।
–তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট ভিউ ২৩ ঘণ্টায় ৭৭ লক্ষ। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূল কংগ্রেস বলছে,
১. দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দি বক্তৃতার লাইভ ভিডিও সাধারণভাবে গোটা দেশ থেকে ভিউ হওয়ার কথা। তাঁর ফেসবুক ফলোয়ার ৫০ মিলিয়ন অর্থ্যাৎ ৫ কোটি প্রায় (এগুলোর মধ্যে একটা বড় অংশ ফলোয়ার টাকার বিনিময়ে বুস্ট করে পাওয়া)।
২. পাঁচ কোটি ফলোয়ারের মধ্যে বাইশ লক্ষ মানুষ লাইভ ভিডিওটি দেখেছেন। অর্থাৎ মোট ফলোয়ারের মাত্র ৪.৪% মানুষ!
৩. সেখানে দিদির ফেসবুক ফলোয়ার ৫৩ লক্ষ (যার পুরোটাই অর্গানিক) আর তার মধ্যে ২৩ ঘণ্টায় ভিউ ৩৭ লক্ষ! অর্থাৎ মাত্র ২৩ ঘণ্টায় মোট ফলোয়ারের ৭০% অলরেডি তার বক্তব্য ফেসবুকের পর্দায় শুনে ফেলেছে।
৪. বিজেপির আইটির বাজেট কয়েক হাজার কোটি টাকা। উপরন্তু, সেখানে গোটা দেশের স্ট্রেংথ কাজ করে। সেখানে আমাদের দলের ডেডিকেটেড কর্মীরা নিজ উদ্যোগে, নিজ ক্ষমতায় লড়াই করেন। আমরা আইটি সেল সেই অগোছালো শক্তিকে একত্রিত, সঙ্ঘবদ্ধ ও কেন্দ্রীভূত করার কাজ করি কেবল।
যদিও তৃণমূলের এই দাবি উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় তাদের ফলোয়ার অনেক বেশি। বিভিন্ন রাজনৈতিক সভায় তাদের সংযোগ অনেক বেশি।