TRENDING:

‘একুশে ফিরলে সারাজীবন বিনামূল্যে রেশন, স্বাস্থ্য, শিক্ষা’, শহিদ দিবসের মঞ্চ থেকে ঘোষণা মমতার

Last Updated:

শহিদ দিবসে ভার্চুয়াল মঞ্চ থেকে রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একুশের মঞ্চ থেকে একুশের বার্তা ৷ শহিদ দিবসে ভার্চুয়াল মঞ্চ থেকে রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলনেত্রীর প্রতিশ্রুতি, ‘একুশে জিতে ফের ক্ষমতায় এলে সারাজীবন বিনামূল্যে রেশন পাবেন রাজ্যবাসী ৷ পড়বে পারবেন ফ্রিতে ৷ বিনামূল্যে শিক্ষার সঙ্গে ফ্রিতে স্বাস্থ্যপরিষেবাও পাবেন আজীবন ৷’
advertisement

এক অন্যরকম শহিদ দিবস ৷ তবুও নির্বাচনের আগে শেষ একুশের ভার্চুয়াল মঞ্চ থেকে ২০২১ সালের জন্য বার্তা তৃণমূল নেত্রীর ৷ শহিদদের শ্রদ্ধা জানিয়ে বক্তব্যের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘করোনা পরিস্থিতিতে ধর্মতলায় সভা না করতে পারায় ব্যথিত ৷ আগামী বছর বিধানসভা ভোটের পর সবচেয়ে বড় সভা হবে ৷ পরের বছর জিতে এসে ২১ জুলাই ঐতিহাসিক সভা করব ৷ চক্রান্ত-করোনাকে দূরে সরিয়ে সমবেত হব আমরা।’ একইসঙ্গে রাজ্যবাসীর জন্য নেত্রীর বার্তা, ‘আমরা যদি ক্ষমতায় থাকি, তাহলে শুধু একবছর নয়। বাংলার মানুষ সারাজীবন ফ্রি রেশন,শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পাবে। টাকা কোথা থেকে আসবে সে চিন্তা করতে হবে না কাউকে। আয় করব অন্য জায়গা থেকে। সেই আয় ভাগ করে দেব দুঃস্থদের মধ্যে, মানুষের স্বার্থে ৷ মানুষের জন্য যা করা প্রয়োজন তা-ই করব।'

advertisement

বিরোধীদের একহাত নিয়ে নেত্রী বলেন, 'রাজ্যজুড়ে লাগাতার অপপ্রচার চলছে। বিরোধীরা কি উন্নয়নের কর্মসূচি একবারও বলছে? কোথায় এমন রাজ্য পাবেন, যারা লকডাউন ঘোষণার আগেই ফ্রিতে সমস্ত রেশন দেওয়া হবে বলা হয়েছিল ৷ আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্থরা প্রত্যেকেই প্রাপ্য ক্ষতিপূরণ পাবেন। কাউকে চিন্তা করতে হবে না ৷ ’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

করোনা সংক্রমণের আবহে একুশের ইতিহাসে এই প্রথম ভার্চুয়াল জমায়েতে মমতা। এবারের একুশ তাই বোধহয় অন্য বছরের চেয়ে আলাদা। রাজনৈতিক মূল্যের পাশাপাশি আয়োজনের বিন্যাসেও। কালীঘাটের ভার্চুয়াল মঞ্চ থেকে তৃণমূলনেত্রী তীব্র আক্রমণ করেন বিজেপিকে ৷ বলেন- ‘বাংলাকে বাঙালি শাসন করবে বহিরাগত নয়৷ তৃণমূলের উপর ভরসা রাখুন ৷ একুশে তৃণমূলই সরকার গড়বে ৷ বিজেপিকে বিশ্বাস করলে ঠকবেন ৷ জীবন যাবে, জীবিকাও যাবে ৷’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘একুশে ফিরলে সারাজীবন বিনামূল্যে রেশন, স্বাস্থ্য, শিক্ষা’, শহিদ দিবসের মঞ্চ থেকে ঘোষণা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল