TRENDING:

TMC: জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী কে? বড় চমক দিল তৃণমূল! ‘যোগ‍্য প্রার্থী’, জানিয়ে দিলেন অভিষেক

Last Updated:

TMC: জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে রাজ‍্য সভায় নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে রাজ‍্য সভায় নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভা উপনির্বাচনের জন্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করছে শাসক দল। শনিবার সোশ্যাল মিডিয়া পোস্টে ঋতব্রতর প্রার্থী হওয়ার কথা ঘোষণা করল তৃণমূল-কংগ্রেস। ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত তিনি রাজ‍্যসভার সাংসদ হিসেবে কাজ করেছেন ঋতব্রত। যদিও তিনি তখন ছিলেন বামে। পরে তিনি সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন।
জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী কে? বড় চমক দিল তৃণমূল! ‘যোগ‍্য প্রার্থী’, জানিয়ে দিলেন অভিষেক
জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী কে? বড় চমক দিল তৃণমূল! ‘যোগ‍্য প্রার্থী’, জানিয়ে দিলেন অভিষেক
advertisement

শনিবার সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূলের তরফ থেকে লেখা হয়েছে, ‘আসন্ন রাজ্যসভার উপনির্বাচনে দলের তরফ থেকে প্রার্থী করা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে আমরা এর জন্যে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করছি, উনি রাজ্যসভায় তৃণমূলের যোগ্য উত্তরাধিকার বহন করবেন এবং প্রত্যেক ভারতীয়ের অধিকারের জন্যে কথা বলে যাবেন।’

আরও পড়ুন:  শ‍্যুট থেকে বাদ! নায়িকার জায়গায় রাখা হয় কুকুর! এখন ৩৩৩০ কোটির মালিক…চিনতে পারছেন সুন্দরী অভিনেত্রীকে?

advertisement

রাজ‍্যসভায় পূর্বে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ঋতব্রতর। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চায় তৃণমূল-কংগ্রেস। ঋতব্রতর প্রার্থী হওয়া নিয়ে প্রতিক্রিয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। তিনি বলেন, ‘‘সংগঠনে কাজ করা ব‍্যক্তি, দক্ষ ব‍্যক্তি, যেভাবে মাঠে ময়দানে তিনি কাজ করছেন, দলের পক্ষ থেকে সঠিক লোককেই বেছে নেওয়া হয়েছে।’’

আরও পড়ুন: বাংলাদেশের ছায়া ভারতের পরিযায়ী শ্রমিকদের উপর! জানেন কী ঘটছে মালদহ-মুর্শিদাবাদে? বড় অভিযোগ তুললেন সাংসদ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

তৃণমূল কংগ্রেসে যোগদানের পর ঋতব্রতকে শ্রমিক সংগঠনের দায়িত্ব দেওয়া হয়। শ্রমিক সংগঠনের হয়ে কাজ করলেও মূলত তিনি চা বলয়ে কাজ করা শুরু করেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ঋতব্রতকে ফের প্রার্থী করে উত্তরবঙ্গে মাটি আরও শক্ত করতে চায় তৃণমূল। সাম্প্রতিক মাদারিহাট, ধুপগুড়ি উপনির্বাচনের ফলাফল এবং লোকসভা নির্বাচনে বুথভিত্তিক ফলাফলে বিরোধীদের সঙ্গে ব‍্যবধান বাড়াতে চায় শাসক দল। চা বাগানে সঙ্গে যুক্ত থাকা ঋতব্রতকে প্রার্থী করে সেরকমই ইঙ্গিত তৃণমূলের।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী কে? বড় চমক দিল তৃণমূল! ‘যোগ‍্য প্রার্থী’, জানিয়ে দিলেন অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল