শনিবার সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূলের তরফ থেকে লেখা হয়েছে, ‘আসন্ন রাজ্যসভার উপনির্বাচনে দলের তরফ থেকে প্রার্থী করা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে আমরা এর জন্যে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করছি, উনি রাজ্যসভায় তৃণমূলের যোগ্য উত্তরাধিকার বহন করবেন এবং প্রত্যেক ভারতীয়ের অধিকারের জন্যে কথা বলে যাবেন।’
advertisement
রাজ্যসভায় পূর্বে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ঋতব্রতর। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চায় তৃণমূল-কংগ্রেস। ঋতব্রতর প্রার্থী হওয়া নিয়ে প্রতিক্রিয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘সংগঠনে কাজ করা ব্যক্তি, দক্ষ ব্যক্তি, যেভাবে মাঠে ময়দানে তিনি কাজ করছেন, দলের পক্ষ থেকে সঠিক লোককেই বেছে নেওয়া হয়েছে।’’
তৃণমূল কংগ্রেসে যোগদানের পর ঋতব্রতকে শ্রমিক সংগঠনের দায়িত্ব দেওয়া হয়। শ্রমিক সংগঠনের হয়ে কাজ করলেও মূলত তিনি চা বলয়ে কাজ করা শুরু করেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ঋতব্রতকে ফের প্রার্থী করে উত্তরবঙ্গে মাটি আরও শক্ত করতে চায় তৃণমূল। সাম্প্রতিক মাদারিহাট, ধুপগুড়ি উপনির্বাচনের ফলাফল এবং লোকসভা নির্বাচনে বুথভিত্তিক ফলাফলে বিরোধীদের সঙ্গে ব্যবধান বাড়াতে চায় শাসক দল। চা বাগানে সঙ্গে যুক্ত থাকা ঋতব্রতকে প্রার্থী করে সেরকমই ইঙ্গিত তৃণমূলের।