আজ ও আগামিকাল দু' দিন ধরে এই কর্মসূচি চলবে। সম্প্রতি বিলকিস বানো-কাণ্ডে সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুজরাত সরকার। এর প্রতিবাদে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। ঘটনার তীব্র নিন্দা করে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। মূল্যবৃদ্ধির প্রতিবাদে এর আগেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। প্রতিবাদে এ বার পথে নামার সিদ্ধান্ত নিল মহিলা তৃণমূল কংগ্রেস।
advertisement
আরও পড়ুন: ইডি-কে 'বিশেষ ক্ষমতা', কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট
বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত করে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে । মামলাটি শুনানির জন্য যাতে অন্তর্ভুক্ত হয় তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। বিজেপির এই ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে ইতিমধ্যেই প্রতিবাদের ঝড় উঠেছে দেশ জুড়ে। তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে ইতিমধ্যেই বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়া নিয়ে প্রতিবাদ করা হয়েছে। তবে এসবের প্রতিবাদ ছাড়াও কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতা করেও প্রতিবাদ মিছিল হবে গোটা রাজ্য জুড়ে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি থেকে শুরু করে কেন্দ্র কাজ দিচ্ছে না, এর বিরুদ্ধেও আওয়াজ তোলা হবে মিছিল থেকে।
আরও পড়ুন: মাত্র ২২৫ টাকাতেই দীঘায় থাকার দারুণ সরকারি ব্যবস্থা! বুকিং অনলাইনে! জানুন বিশদে...
তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন,"কেন্দ্রীয় এজেন্সিতে দক্ষ অফিসার আছেন। যদিও রাজনৈতিক কারণে ব্যবহার হচ্ছে। বিজেপি নেতারা কেন্দ্রীয় এজেন্সির ব্র্যান্ড নষ্ট করছে। আর গুজরাতের যে মহিলাকে নিয়ে এত বড় কাণ্ড, সেই কাণ্ডে ধর্ষক ও গণহত্যাকারীদের সরকার ছেড়ে দিল। কী মহিলার সম্মান? কী নিরাপত্তা? এরা বড় বড় কথা বলছে। এমন ঘটনা উত্তরপ্রদেশেও দেখা গিয়েছে । ফলে এই বিজেপি মহিলাদের জন্য নয়। জ্ঞান দেওয়া এদের উচিত নয়।" তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা জানিয়েছেন, "লাগাতার মূল্যবৃদ্ধি ঘটে চলেছে। যদিও চুপ রয়েছে কেন্দ্রীয় সরকার। কোনও আলোচনার রাস্তায় তারা হাঁটেন না।" তৃণমূলের এই মিছিলকে অবশ্য তীব্র কটাক্ষ করেছে বিজেপি।