TRENDING:

TMC Rally: অক্সফোর্ড কাণ্ডের জের! রাজপথে শশী পাঁজা এবং চন্দ্রিমার নেতৃত্বে প্রতিবাদ মিছিল

Last Updated:

West Bengal news: অক্সফোর্ড কাণ্ডের প্রতিবাদে কলকাতায় প্রতিবাদ মিছিলে তৃণমূল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর ভাষণের সময়ে উত্তেজনা দেখা দেয়। যা নিয়ে আগেই বিরোধীদের নিশানা করেছিল তৃণমূল কংগ্রেস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অক্সফোর্ড কাণ্ডের প্রতিবাদে কলকাতায় প্রতিবাদ মিছিলে তৃণমূল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর ভাষণের সময়ে উত্তেজনা দেখা দেয়। যা নিয়ে আগেই বিরোধীদের নিশানা করেছিল তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের প্রতিবাদ
তৃণমূলের প্রতিবাদ
advertisement

আরও পড়ুন: হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ চলন্ত গাড়ির ইঞ্জিনে, মর্মান্তিক দুর্ঘটনায় আহত কলেজের অধ্যক্ষ-সহ ২

এবার কলকাতায় প্রতিবাদ মিছিলে নামলেন শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, স্মিতা বক্সী-সহ এক ঝাঁক প্রথম সারির নেতৃরা। শুক্রবার ওয়েলিংটন স্কোয়ার থেকে জোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলেই অক্সফোর্ডের ঘটনার তীব্র প্রতিবাদ করেন উপস্থিত নেত্রীরা।

advertisement

পাশাপাশি এদিন মহিলাদের নিয়ে দীলিপ ঘোষের করা মন্তব্যেরও প্রতিবাদ করা হয়। গাংনাপুরে গিয়ে মহিলাদের সঙ্গে বাদানুবাদে জড়ান দিলীপ ঘোষ। বুধবার তিনি এই প্রসঙ্গে আবার বলেন, “আমি সে দিন ক’টা পুতনাকে তাড়া করেছিলাম! বলেছিলাম, গাড়ি চালিয়ে দেব বুকের উপর দিয়ে!”

আরও পড়ুন: ‘বিয়ে করলে মামাকেই করব’! পরিবারের সদস্যেরা নিষেধ করতেই সর্বনাশ! যা ঘটল ভাবতেও পারবেন না

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

এখানেই না থেমে দিলীপ বলেন, “আমরা মা সীতা, আমার মা দ্রৌপদী, এদের মায়ের আসনে বসিয়েছি। শূর্পণখা আর পুতনাকে কখনও বসাব না। তাদের বুকের উপর দিয়ে গাড়িই চালাব!” পুতনা-প্রসঙ্গে তাঁর সংযোজন, “যে এই মহিলাকে বধ করেছে, আমরা তাকে মালা দিই, তাঁর ছবি রাখি— আর এটা ভারতবর্ষের সংস্কৃতি”।

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Rally: অক্সফোর্ড কাণ্ডের জের! রাজপথে শশী পাঁজা এবং চন্দ্রিমার নেতৃত্বে প্রতিবাদ মিছিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল