আরও পড়ুন: হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ চলন্ত গাড়ির ইঞ্জিনে, মর্মান্তিক দুর্ঘটনায় আহত কলেজের অধ্যক্ষ-সহ ২
এবার কলকাতায় প্রতিবাদ মিছিলে নামলেন শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, স্মিতা বক্সী-সহ এক ঝাঁক প্রথম সারির নেতৃরা। শুক্রবার ওয়েলিংটন স্কোয়ার থেকে জোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলেই অক্সফোর্ডের ঘটনার তীব্র প্রতিবাদ করেন উপস্থিত নেত্রীরা।
advertisement
পাশাপাশি এদিন মহিলাদের নিয়ে দীলিপ ঘোষের করা মন্তব্যেরও প্রতিবাদ করা হয়। গাংনাপুরে গিয়ে মহিলাদের সঙ্গে বাদানুবাদে জড়ান দিলীপ ঘোষ। বুধবার তিনি এই প্রসঙ্গে আবার বলেন, “আমি সে দিন ক’টা পুতনাকে তাড়া করেছিলাম! বলেছিলাম, গাড়ি চালিয়ে দেব বুকের উপর দিয়ে!”
আরও পড়ুন: ‘বিয়ে করলে মামাকেই করব’! পরিবারের সদস্যেরা নিষেধ করতেই সর্বনাশ! যা ঘটল ভাবতেও পারবেন না
এখানেই না থেমে দিলীপ বলেন, “আমরা মা সীতা, আমার মা দ্রৌপদী, এদের মায়ের আসনে বসিয়েছি। শূর্পণখা আর পুতনাকে কখনও বসাব না। তাদের বুকের উপর দিয়ে গাড়িই চালাব!” পুতনা-প্রসঙ্গে তাঁর সংযোজন, “যে এই মহিলাকে বধ করেছে, আমরা তাকে মালা দিই, তাঁর ছবি রাখি— আর এটা ভারতবর্ষের সংস্কৃতি”।