তৃণমূলের অভিযোগ, গত কয়েকদিন ধরেই গো-বলয়ের রাজনীতি আমদানি করা হচ্ছে। রাম নবমী পালন নিয়ে উন্মাদনা তৈরি করতে চাইছে বিজেপি। সেই আবহে বিজেপির মোকাবিলায় বাংলা নববর্ষকে হাতিয়ার তৃণমূলের। জনসংযোগের জন্য লিখিত নির্দেশিকা পাঠিয়েছে ঘাসফুল শিবির। যেখানে প্রভাতফেরী, রক্তদান, মনীষীদের শ্রদ্ধা, বয়স্কদের সম্মান জ্ঞাপন-সহ নান সামাজিক অনুষ্ঠান হবে। গিরিশ পার্ক থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করবে তৃণমূল।
advertisement
আরও পড়ুন: স্কুলে যেতে পারবেন চাকরি হারানো যোগ্য শিক্ষকরা? ব্রাত্যর জবাবে কাটল না ধোঁয়াশা
লোকসভা ভোটের আবহেই গতবার চালসায় এমনই এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালিয়ানা অস্ত্র হয়ে ওঠে তৃণমূলের। ২০২১ সালেও একই ভাবে এই অস্ত্রে বাজিমাত করে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে ‘বাংলা নিজের মেয়েকে চায়’ এই স্লোগান ছিল তারই উদাহরণ। গত কয়েকদিন ধরে রাজনৈতিক ভাবে গো-বলয়ের সংস্কৃতি বাংলায় আমদানি করছে বিজেপি, এই অভিযোগে সরব তৃণমূল। সেই অবস্থায় বাংলা ও তার সংস্কৃতিকে অস্ত্র করছে ঘাসফুল শিবির।