TRENDING:

‘আমাকে কেউ প্রাণনাশের হুমকি দেয়নি’, বিজেপির অভিযোগ ওড়ালেন নির্বাচন কমিশনার

Last Updated:

নির্বাচন কমিশনারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে ৷ এমনই একটি অভিযোগে গত কয়েকদিনে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নির্বাচন কমিশনারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে ৷ এমনই একটি অভিযোগে গত কয়েকদিনে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি ৷ রাজ্যের শাসক দলের বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে বারবার ৷ কিন্তু সেই সমস্ত গুজবের এক ঝটকায় ইতি টানলেন স্বয়ং নির্বাচন কমিশনার অমেরন্দ্র সিং ৷
advertisement

সোমবার সাংবাদিক সম্মেলন করে প্রাণনাশের হুমকি ‘মনগড়া অভিযোগ’ বলে খারিজ করলেন অমরেন্দ্র সিং ৷ তিনি বলেন, ‘তৃণমূল তো নয়ই ৷ এমনকী, কোনও রাজনৈতিক দলই প্রাণনাশের হুমকি দেয়নি ৷’ এদিন একথা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি ৷ এদিন নাম না করে রাহুল সিনহার অভিযোগকেই তুড়ি মেরে উড়িয়ে দিলেন নির্বাচন কমিশনার ৷ তিনি বলেন, আমাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ মিথ্যে ৷ কাল এক রাজনৈতিক দল অভিযোগ করে ৷ কিন্তু আমি কোনও প্রাণনাশের হুমকি পাইনি ৷ তৃণমূল বা কোনও দল হুমকি দেয়নি ৷ আমাকে হুমকি দিলে পুলিশে অভিযোগ করতাম ৷

advertisement

শুধু প্রাণনাশের হুমকিই নয় ৷ অমরেন্দ্র সিংয়ের ফোন কল রেকর্ড করা হচ্ছে ৷ এমন একটি গুঞ্জনও ক্রমশ জটিল হচ্ছিল ৷ সেই বিষয়টি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার স্পষ্ট জানালেন, এটি একেবারেই মিথ্যে ৷ আমার কথা বাইরের লোক রেকর্ড করছে বলে অভিযোগ ৷ এই অভিযোগটাই একেবারে মিথ্যে ৷ আমার ঘরে বাইরের লোক থাকে না ৷ ওই রাজনৈতিক দলের আমার ফোন ট্যাপিংয়ের অভিযোগ একেবারেই মিথ্যে ৷ এমনকী, ১০ তারিখের পর কোনও প্রতিনিধি দল আসেনি ৷ সব অভিযোগ একেবারেই মনগড়া ৷’

advertisement

পঞ্চায়েত ভোট নিয়ে নির্বাচন কমিশন অবহেলা করছে ৷ যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে না ৷ এই দাবি নিয়েই গতকালই সাংবাদিক সম্মেলনে শাসক দলের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন রাহুল সিনহা ৷ তাঁর অভিযোগ,নির্বাচন কমিশনারকে হুমকি দিয়েছে তৃণমূল ৷ কমিশনার হুমকিতে মাথা নিচু করছেন ৷ তৃণমূল সিভিক ভলান্টিয়ারের জামা বানাচ্ছে ৷ ওই জামা পড়ে ক্যাডাররা নামবে ৷ শুধু কেন্দ্রীয় বাহিনী হলেই হবে না ৷ পরিচালনার ভার দিতে হবে কমিশনকে ৷

advertisement

পঞ্চায়েত ভোট নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছিল ৷ আর তার মধ্যেই নির্বাচন কমিশনারের চুপ থাকা  ক্রমশ জটিল হচ্ছিল ৷  তাই তড়িঘড়ি সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন নির্বাচন কমিশনার ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘আমাকে কেউ প্রাণনাশের হুমকি দেয়নি’, বিজেপির অভিযোগ ওড়ালেন নির্বাচন কমিশনার