TRENDING:

যা প্রশাসনের করার কথা, মহিলা কমিশনকে কেন করতে হচ্ছে? সংস্কার চেয়ে চিঠি দিলেন সাংসদ সুস্মিতা দেব

Last Updated:

জোর রাজনৈতিক তরজা কমিশনের ভূমিকা নিয়ে! জাতীয় মহিলা কমিশনের সংষ্কার নিয়ে চিঠি রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্বচ্ছতার স্বার্থে জাতীয় মহিলা কমিশনের পূর্ণ সংস্কার দাবি করলেন তৃণমূল রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তাঁর অভিযোগ, কমিশনের নিরপেক্ষতা বলে আর কিছু নেই। বাংলা-সহ বিরোধী শাসিত রাজ্যগুলিতে সামান্য কিছু ঘটলেই তা ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে কমিশন। অথচ বিজেপি শাসিত রাজ্যগুলিতে শিশু ও নারী নির্যাতন চূড়ান্ত পর্যায়ে পৌছালেও চোখ বুজে থাকছেন কমিশনের সদস্যরা।
যা প্রশাসনের করার কথা, মহিলা কমিশনকে কেন করতে হচ্ছে? সংস্কার চেয়ে চিঠি দিলেন সাংসদ সুস্মিতা দেব
যা প্রশাসনের করার কথা, মহিলা কমিশনকে কেন করতে হচ্ছে? সংস্কার চেয়ে চিঠি দিলেন সাংসদ সুস্মিতা দেব
advertisement

শিক্ষা, মহিলা এবং শিশু উন্নয়ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দিগ্বিজয় সিংকে চিঠি দিয়ে তিনি বলেছেন, কমিশনের স্বশাসন, বিশ্বাসযোগ্যতা এবং কর্মতৎপরতার স্বার্থেই অবিলম্বে মহিলা কমিশনের সংস্কার জরুরি। তার অভিযোগ, বিজেপি শাসিত অসমের তিনসুকিয়ায় ৭ বছরের নাবালিকা যখন ধর্ষণের শিকার হয়, তখন কিন্তু সেখানে যাওয়ার প্রয়োজন মনে করে না কমিশন। মণিপুরে মহিলাদের নগ্ন করে প্যারেড এবং ধর্ষণের পরে প্রায় ৪ মাস পর্যন্ত মণিপুর পরিদর্শনের প্রয়োজন মনে করেননি কমিশনের সদস্যরা।

advertisement

জলে থাকে না এই ‘মাছ’! জল স্পর্শ না করেই পার হয়ে যায় মরুভূমি…একের পর এক দেশ! জানেন কোন মাছ?

আপনার কি ক্যানসার হবে? ৩ বছর আগেই বুঝে যেতে পারেন! নতুন এই আবিষ্কার শনাক্ত করে দেবে মারণরোগ

advertisement

যা প্রশাসনের করার কথা, মহিলা কমিশনকে কেন করতে হচ্ছে? সংস্কার চেয়ে চিঠি দিলেন সাংসদ সুস্মিতা দেব

সন্দেশখালি থেকে মুর্শিদাবাদ বহু ক্ষেত্রেই জাতীয় মহিলা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। এর আগে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,‘‌জাতীয় মহিলা কমিশন যখন সন্দেশখালিতে গেলেন তখন থেকেই যাবতীয় কুৎসা, অপপ্রচার শুরু হল। রেখা শর্মাজি এবং তাঁর টিমে যাঁরা ছিলেন তাঁরা কেমনভাবে বঙ্গ–বিরোধী কুৎসা করা যায় দেখালেন। পরে সেটাই মুর্শিদাবাদে করা হয়েছে। সাদা কাগজে সই করিয়ে অপপ্রচার নিজেদের মতো করে বসিয়ে ছড়িয়ে দেওয়া হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই মহিলা কমিশন বাংলা ছাড়া অন্য কোথাও জায়গা পান না। যখন মণিপুর জ্বলে, উত্তরপ্রদেশের উন্নাও, হাথরাস ঘটে, মধ্যপ্রদেশ হয় তখন এরা কোথায় থাকে?‌ নিজেদের রাজনৈতিক উন্নতির জন্য এসব করছে। সব ধরা পড়ে গিয়েছে। জাতীয় মহিলা কমিশন মানে বিজেপির মহিলা মোর্চার শাখা। ’মহিলাদের উপর অত্যাচারের অভিযোগের সমাধান না হওয়া নিয়ে রাজ্যকে আক্রমণ করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তিনি বলেন, “যেটা পুলিশের করার কথা, প্রশাসনের করার কথা, তারা যদি সেই কাজ করে, তা হলে দিল্লি থেকে জাতীয় মহিলা কমিশনকে এসে এগুলোর সমাধান করতে হয় না।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
যা প্রশাসনের করার কথা, মহিলা কমিশনকে কেন করতে হচ্ছে? সংস্কার চেয়ে চিঠি দিলেন সাংসদ সুস্মিতা দেব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল