শতাব্দী রায় বলেন, "মিথ্যা কথা বলা হয়েছে। কালকে আমি ওখানেই খেয়েছি। মটন, বেগুন ভাজা, সব খেয়েছি। আমি মাটির বাড়িতে খেয়েছি। আমাকে ছবি তুলতে বলা হয়েছিল। এলাকার লোকেরা সংবাদমাধ্যমকে অবিশ্বাস করছে। আমি ১৪ বছর ধরে খেয়েছি, কালকেও খেয়েছি। আমার বদনাম করা হয়েছে। স্বাভাবিক বুদ্ধি দিয়ে বিচার করুন। আমাকে ফাইভ স্টার থেকে এনে খাওয়ানো হয়নি। আমি ওঁদের বাড়িতে খেতে পছন্দ করেছি। একদিন আপনারা আমার সঙ্গে চলুন।"
advertisement
শুক্রবার বীরভূমের মাড়গ্রামে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন শতাব্দী রায়। সেই প্রসঙ্গে এদিন বলেন, "আমাকে ঘিরে বিক্ষোভ হয়নি। রাস্তা কেন হয়নি? ড্রেন কেন হয়নি? কল কেন হয়নি? এই সব প্রশ্ন ছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিক্ষোভ হয়নি। অভিযোগ শুনতেই গেছি। লোক জড়ো করা হচ্ছে বিক্ষোভ দেখানোর জন্য। আমার সঙ্গে সংবাদমাধ্যমের কোনও শত্রুতা নেই।"
শনিবার ডেকার্স লেনে ক্লাসিক ফাস্ট ফুড সেন্টারে এদিন খেতে আসেন শতাব্দী রায় ও কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন বলেন, "শতাব্দীকে নিয়ে সস্তা, অপপ্রচার করছে। শতাব্দী তিনবারের সাংসদ। সেটা বিরোধীদের মাথায় রাখা উচিত। আমরা আনন্দের সঙ্গে পালন করছি কর্মসূচী। মানুষের সমস্যা বুঝতেই যাওয়া। বিজেপির লোক ও দম নেই৷ তাদের পক্ষে সম্ভব নয়। তাই অপপ্রচার করছে।"
আরও পড়ুন, প্যান কার্ড নিয়ে আসছে নতুন নিয়ম! বাজেটে বড় ঘোষণার পথে মোদি সরকার
আরও পড়ুন, সিপিএমকে আমন্ত্রণ, ভারত জোড়ো যাত্রার সমাপ্তিতে কেন ব্রাত্য় তৃণমূল? ব্য়াখ্য়া দিলেন অধীর
বিজেপিকে তোপ দেগে কুণাল বলেন, "এরা রাজনৈতিক পর্যটক। বিজেপির লোক নেই। ক্ষমতার অপব্যবহার করে এখানে টিম পাঠাচ্ছে। রাজ্য সেরা পুরষ্কার পায়। আর ওরা হতাশায় ভোগে।"