তৃণমূল সূত্রের খবর, তাই অভিষেককেও লিখিত আবেদন করেছেন সোনালী।। তৃণমূলের প্রথম দিন থেকে লড়াই করা মুখ হিসেবে বাংলার রাজনীতিতে অত্যন্ত পরিচিত সোনালী । প্রশ্ন উঠছে, তিনি কেন এমন ইচ্ছা প্রকাশ করছেন? তৃণমূল কংগ্রেস দক্ষিণ ২৪ পরগনা সংগঠন সূত্রে খবর, "দিদিকে বলো" অভিযানে সাতগাছিয়ার বিধায়ক সোনালী গুহর রেটিং খুব ভালো নয়। এমনকি ওই বিধানসভা কেন্দ্রে সোনালীর বিরূদ্ধে চলে গেছেন দলেরই বেশ কিছু নেতা। গত কয়েক বছরে ডায়াবেটিস কাবু করেছে দাপুটে সোনালী গুহকে। চলাফেরার ক্ষেত্রেও বেশ অসুবিধা হয় তাঁর। কলকাতা থেকে সাতগাছিয়া গিয়ে বিধানসভার কাজ দেখভাল করতেও অনেক সমস্যা দেখা দিচ্ছে।। এমনকি দলীয় সূত্রে খবর, আগামী বিধানসভা ভোটে সোনালী টিকিট পাবেনই, এ কথাও জোর দিয়ে বলতে পারছেন না কেউ। তাই হয়তো এবার কাউন্সিলর হওয়ার আবেদন করছেন সোনালী।
advertisement
কলকাতার ৪০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোনালী গুহ। এক সময় সোনালীর স্বামী পার্থ বসু ছিলেন ওই এলাকারই কাউন্সিলর । বর্তমানে ওই ওয়ার্ড তৃণমূলেরই দখলে রয়েছে। এই ওয়ার্ডে সোনালী এবং তাঁর স্বামী পার্থ বসুর জনসংযোগ বেশ ভালো। সেক্ষত্রে এই ওয়ার্ড দেখভাল করার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে সোনালীর। সব মিলিয়ে তাঁর আবেদনে দল শেষমেশ সাড়া দেবে কিনা তা এখন দেখার। তবে সোনালীর কাউন্সিলর হওয়ার ইচ্ছা প্রকাশে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল শিবিরে।
SOURAV GUHA
