TRENDING:

Saokat Molla Son: হকি স্টিক দিয়ে ডেলিভারি বয়কে বেধড়ক মার! নিউ টাউনের রাস্তায় তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের দাদাগিরি

Last Updated:

এই ঘটনায় পুলিশে কোনও অভিযোগ দায়ের না হলেও ঠিক কী ঘটেছিল তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে টেকনো সিটি থানার পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিউ টাউনের রাস্তায় বিধায়ক পুত্রের দাদাগিরি৷ বিতর্কে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা৷ অভিযোগ, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রতিবাদ করায় একজন ফুড ডেলিভারি বয়কে হকি স্টিক দিয়ে বেধড়ক মারধর করেন বিধায়ক পুত্র এবং তাঁর সঙ্গীরা৷ যদিও কিছুক্ষণের মধ্যে আরও বেশ কয়েকজন ডেলিভারি বয় ঘটনাস্থলে চলে এলে ওই জায়গা থেকে চম্পট দেন শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা৷
তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এবং তাঁর ছেলে ইমরান (ডান দিকে)৷
তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এবং তাঁর ছেলে ইমরান (ডান দিকে)৷
advertisement

এই ঘটনায় পুলিশে কোনও অভিযোগ দায়ের না হলেও ঠিক কী ঘটেছিল তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে টেকনো সিটি থানার পুলিশ৷ বিধায়ক পুত্র এবং তাঁর সঙ্গীদের দাদাগিরির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ যদিও ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷

আরও পড়ুন: সহকর্মীর সঙ্গে পরকীয়ায় স্বামী, অভিযোগ স্ত্রীর! ডিভোর্স মামলায় কার পক্ষে রায় দিল কলকাতা হাইকোর্ট?

advertisement

ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যায়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিউ টাউনের বালিগুড়ি ভাঙার মোড় এলাকা দিয়ে দ্রুত গতিতে একটি গাড়িতে করে যাচ্ছিলেন শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা৷ গাড়িতে ইমরানের বেশ কয়েকজন সঙ্গীও ছিলেন৷ অভিযোগ, দ্রুত গতিতে চলতে চলতে আচমকাই দাঁড়িয়ে যায় গাড়িটি৷ এর ফলে গাড়ির পিছনে মোটরসাইকেলে থাকা একজন ডেলিভারি বয় কোনওক্রমে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান৷

advertisement

অভিযোগ, ওই ডেলিভারি বয় এ ভাবে গাড়ি চালানোর প্রতিবাদ করতেই গাড়ি থেকে নেমে আসেন ইমরান এবং তাঁর সঙ্গীরা৷ কথা কাটাকাটির মধ্যেই আচমকা গাড়ি থেকে একটি হকি স্টিক বের করে নিয়ে এসে ওই ডেলিভারি বয়কে মারধর শুরু করেন বিধায়ক পুত্র এবং তাঁর সঙ্গীরা৷ ওই ডেলিভারি বয়কে বাঁচাতে আসা আরও একজন যুবককেও মারধর করা হয় বলে অভিযোগ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

এই গন্ডগোলের মধ্যেই ঘটনাস্থলে চলে আসেন আরও কয়েকজন ডেলিভারি বয়৷ বিধায়ক পুত্রের দাদাগিরির প্রতিবাদ করেন তাঁরা৷ এর পরই বেগতিক বুঝে ঘটনাস্থল ছাড়েন ইমরান মোল্লা৷ যদিও হকি স্টিক হাতে বিধায়ক পুত্রের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এ বিষয়ে শওকত মোল্লা অথবা তাঁর ছেলে ইমরানের কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Saokat Molla Son: হকি স্টিক দিয়ে ডেলিভারি বয়কে বেধড়ক মার! নিউ টাউনের রাস্তায় তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের দাদাগিরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল