TRENDING:

TMC MLA oath taking: কবে হবে নব নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ? এবার আন্দোলনে পথে নামছেন সায়ন্তিকা-রেয়াদ

Last Updated:

সেই কারণে, আজ, বৃহস্পতিবার তাই রেড রোডে বি আর অম্বেদকরের মূর্তির সামনে অবস্থানে বসছেন বরানগর ও ভগবানগোলা থেকে জয়ী প্রতিনিধিরা৷ এমন ভাবে নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথের দাবিতে অবস্থান করছেন তা কার্যত নজিরবিহীন ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবার পথে আন্দোলনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াদ হোসেন। তাহলে কি এবার শপথগ্রহণ ঘিরে সংঘাত কি আরও বাড়ছে? গত বুধবার প্রায় চার ঘন্টা বিধানসভার গাড়ি বারান্দায় অবস্থানে বসেছিলেন দুই নব নির্বাচিত বিধায়ক৷ তাঁদের দাবি ছিল, রাজ্যপাল বিধানসভায় তাঁদের শপথগ্রহণের ব্যবস্থা করুন। যদিও এ বিষয়ে রাজ্যপালের কাছ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি৷
advertisement

সেই কারণে, আজ, বৃহস্পতিবার তাই রেড রোডে বি আর অম্বেদকরের মূর্তির সামনে অবস্থানে বসছেন বরানগর ও ভগবানগোলা থেকে জয়ী প্রতিনিধিরা৷ এমন ভাবে নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথের দাবিতে অবস্থান করছেন তা কার্যত নজিরবিহীন ঘটনা।

আরও পড়ুন: শপথ নিয়ে রেয়াত-সায়ন্তিকার পাশেই স্পিকার বিমান, প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে যাওয়ার হুঁশিয়ারি

আরও পড়ুন: বুধবারও হচ্ছে না সায়ন্তিকা এবং রেয়াত হোসেনের শপথগ্রহণ, কবে হবে তা নিয়ে ধোঁয়াশা

advertisement

দুই বিধায়কের শপথগ্রহণ নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় লোকসভার শপথগ্রহণ প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি বলেন, “রাজ্যপালের উচিত ছিল পরিষদীয় রীতিনীতি মেনে চলা। প্রধানমন্ত্রী প্রোটেম স্পিকারের কাছে শপথ নিলেন। কিন্তু রাজ্যপালের কী অসুবিধা হল,  সেটা বুঝতে পারছি না।”

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড় খুললেও খুলছে না বিক্রির রাস্তা! 'এই' কারণে ঘুম উড়ছে শিলিগুড়ির মৃৎশিল্পীদের
আরও দেখুন

সেই সঙ্গে শপথগ্রহণ বিতর্ক নিয়ে প্রয়োজনে রাষ্ট্রপতির দ্বারস্থও হতে পারেন বলে জানালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC MLA oath taking: কবে হবে নব নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ? এবার আন্দোলনে পথে নামছেন সায়ন্তিকা-রেয়াদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল