দুর্ঘটনাটি ঘটে শনিবার রাত ১টা নাগাদ শিবপুরের ফরসোর রোডে। দুর্ঘটনার নির্দিষ্ট কারণ জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নামে থাকা গাড়িটি শনিবার রাতে চালাচ্ছিলেন তাঁর চালক মহম্মদ মোস্তাক খান।
আরও পড়ুন: জমি সংক্রান্ত বিবাদের জেরেই তৃণমূল কাউন্সিলারকে খুনের চেষ্টা! ধৃতের বয়ানে চাঞ্চল্য
advertisement
২৫ বছর বয়সি মোস্তাক নিজের আত্মীয়দের নিয়ে সেই গাড়ি করে যাচ্ছিলেন। পুলিশ সূত্রে খবর, মোস্তাকের বাড়ি ওয়াটগঞ্জে। মোস্তাক নাকি বিধায়কের গাড়িতে করে আত্মীয়দের নিয়ে বাঁকড়ায় গিয়েছিলেন। সেখান থেকেই কলকাতায় ফিরছিলেন তিনি। সেই সময়ই ট্রেলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। জানা গিয়েছে, রাস্তার একদিকে ট্রেলারটি দাঁড়িয়ে ছিল। তাতেই সজোরে গিয়ে ধাক্কা মারে গাড়িটি।
এর ফলে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার জেরে তীব্র আওয়াজ শুনেই স্থানীয়রা ছুটে আসেন দুর্ঘটনাস্থলে। পুলিশে খবর পাঠানো হয়। ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাড়িটি থেকে পাঁচজনকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে থেকে ২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি তিনজন এখনও হাসপাতালে ভরতি।