TRENDING:

TMC: ২৬-এর রণকৌশল! নজর ব্লকে, ১ মাস ধরে বৈঠক অভিষেক, সুব্রতর! সাংগঠনিক দক্ষতা নিয়ে জোর আলোচনা তৃণমূলের অন্দরে

Last Updated:

TMC: ব্লকে নিজেদের সংগঠন গুছিয়ে নিল তৃণমূল কংগ্রেস। প্রায় একমাস ধরে বৈঠক করলেন অভিষেক বন্দোপাধ্যায় ও সুব্রত বক্সী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ব্লকে নিজেদের সংগঠন গুছিয়ে নিল তৃণমূল কংগ্রেস। প্রায় একমাস ধরে বৈঠক করলেন অভিষেক বন্দোপাধ্যায় ও সুব্রত বক্সী। বিধানসভা ভোটে যে কোনও রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ ব্লক শক্তিশালী করা। গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলার সঙ্গে বৈঠকে সেই ব্লক নিয়েই বিশেষ কৌশল নিল তৃণমূল কংগ্রেস। বৈঠকের নির্যাস -ব্লকের দায়িত্বে থাকা নেতাদের পারফরম্যান্স মেপে নেওয়া। ব্লকের দায়িত্বে থাকা নেতাদের জনসংযোগ করার ক্ষমতা। ব্লকের নেতারা কতটা গ্রহণযোগ্য দলের কর্মীদের কাছেই।
২৬-এর রণকৌশল! নজর ব্লকে, ১ মাস ধরে বৈঠক অভিষেক, সুব্রতর! সাংগঠনিক দক্ষতা নিয়ে জোর আলোচনা তৃণমূলের অন্দরে
২৬-এর রণকৌশল! নজর ব্লকে, ১ মাস ধরে বৈঠক অভিষেক, সুব্রতর! সাংগঠনিক দক্ষতা নিয়ে জোর আলোচনা তৃণমূলের অন্দরে
advertisement

ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় ব্লক স্তরে বদল শুরু হয়েছে। একাধিক নতুন মুখকে সামনে আনা হয়েছে। ব্লকের দায়িত্বে থাকা নেতাদের প্রচারের অভিমুখ বুঝিয়ে দেওয়া হয়েছে। উৎসবের মরসুম শেষ হলেই ব্লক কেন্দ্রিক নানা কর্মসূচী নিয়ে এগোবে শাসক দল। ব্লকের নেতাদের সেই প্রস্তুতি নিয়েই জনসংযোগ সারতে বলছে তৃণমূল। ২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে উত্তরবঙ্গের একাধিক জেলায় ব্লক স্তরের সংগঠনে বড়সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস।

advertisement

আরও পড়ুন: কুরে কুরে খায় মস্তিস্ক, ভয়ঙ্কর অ‍্যামিবায় রাজ‍্যে কেউ আক্রান্ত নয়! বড় ঘোষণা স্বাস্থ‍্য দফতরের, আতঙ্ক নয়, এল সতর্কতার বার্তা

উত্তরের বিভিন্ন জেলায় তৃণমূল, যুব, মহিলা ও শ্রমিক সংগঠনে ব্লক ও টাউন প্রেসিডেন্ট পদে বদল করা হল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই রদবদল হল বলে খবর। লক্ষ্য ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপির গড় দুরমুশ করা। তাই উত্তরবঙ্গকে ঘিরে বিধানসভা ভোটের আগে সংগঠন আরও মজবুত করতে এই পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

advertisement

আরও পড়ুন: গভীর রাতে গোয়ালে পড়ে ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ! দশম শ্রেণীর স্কুল ছাত্রীকে কুপিয়ে খুন যুবকের, হত‍্যার কারণ জানলে শিউরে উঠবেন

২০২১ সালের বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বিজেপি অনেকগুলি আসন পেয়েছিল। গত লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে ধাক্কা খেলেও বিজেপি উত্তরে একাধিক আসন ধরে রাখতে সমর্থ হয়। যদিও উত্তরে রাজ্যের শাসক দল তৃণমূলও ভোটব্যাঙ্ক বাড়িয়েছে বলে দাবি দলীয় নেতৃত্বের।

advertisement

আরও পড়ুন: হোটেলে রাত কাটাবেন, ঘরে ঢুকেই সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দেন লাইট? খবরদার করবেন না এই ভুল! অন্ধকারেই করুন এই কাজ…কেন? কারণ জানলে প্রতিবার করবেন

আবার দক্ষিণবঙ্গ জুড়ে ভাল ফল হলেও, বেশ কয়েকটি জেলায় সাংগঠনিক স্তরে ব্লকের দ্বন্দ্ব সমস্যা তৈরি করতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন সাংগঠনিক জেলা ভিত্তিক বৈঠকে এই বিষয়ে আগাম সতর্কতা করেছে শাসক দল। এবার পুরোপুরি ভোটের ময়দানে ব্লকের শক্তিকে ব্যবহার করতে চায় শাসক দল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: ২৬-এর রণকৌশল! নজর ব্লকে, ১ মাস ধরে বৈঠক অভিষেক, সুব্রতর! সাংগঠনিক দক্ষতা নিয়ে জোর আলোচনা তৃণমূলের অন্দরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল