TRENDING:

West Bengal by elections 2024: লোকসভার ফলেও এগিয়ে বিজেপি, উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় থাকবে বড় চমক?

Last Updated:

West Bengal by elections 2024 : বিজেপির দখলে থাকা তিন কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কাদের প্রার্থী করে, তা নিয়ে শাসক দলের অন্দরেও কৌতূহল তৈরি হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আগামী ১০ জুলাই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য পেলেও ওই চার কেন্দ্রেই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে শাসক দল তৃণমূলের জন্য৷ কারণ ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ীও, ওই চারটির মধ্যে তিনটি কেন্দ্রেই তৃণমূলের থেকে অনেকটা এগিয়ে রয়েছে বিজেপি৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

চার বিধানসভা কেন্দ্রে লোকসভার ফলে কে এগিয়ে?

যে চারটি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হয়েছে, তার মধ্যে রয়েছে মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ৷ ২০২১ সালে একমাত্র মানিকতলা কেন্দ্রটিই দখল করেছিল তৃণমূল৷ রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জিতেছিল বিজেপি৷ যদিও পরবর্তী সময়ে ওই তিন কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারী দল বদল করে তৃণমূলে যোগ দেন৷ এবারের লোকসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারীকে যথাক্রমে রায়গঞ্জ, বনগাঁ এবং রানাঘাট কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল৷ বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েই লোকসভা নির্বাচনে প্রার্থী হন তাঁরা৷ যদিও শাসক দলের টিকিটে লড়েও তিন কেন্দ্রেই পরাজিত হন তিন জন৷

advertisement

২০২৪-এর লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল পিছিয়ে রয়েছে প্রায় ৪৬ হাজার ৮০০ ভোটে৷ রানাঘাট দক্ষিণ কেন্দ্রে শাসক দলের তুলনায় বিজেপি প্রায় ৩৯ হাজার ৯০০ ভোটে এগিয়ে রয়েছে৷ অন্যদিকে বাগদা কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে প্রায় ২০ হাজার ৬০০ ভোটে৷ মানিকতলা কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকলেও ব্যবধান সাড়ে তিন হাজারের সামান্য বেশি৷

advertisement

আরও পড়ুন: ‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে!’ তিন বছরেই মোহভঙ্গ তৃণমূল বিধায়কের, ফেসবুকে বিস্ফোরক পোস্ট

স্বভাবতই এই চার কেন্দ্রেই বিধানসভা নির্বাচনে বড় পরীক্ষা হতে চলেছে তৃণমূলের৷ বিজেপির সেখানে লক্ষ্য তিন আসনই ধরে রাখা৷ কারণ ইতিমধ্যেই দলবদলের ফলে বিধানসভায় তাদের শক্তি কমেছে৷ লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর উপনির্বাচনে অন্তত এই তিন কেন্দ্র ধরে রাখা বিজেপির কাছেও কঠিন চ্যালেঞ্জ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিজেপির দখলে থাকা তিন কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কাদের প্রার্থী করে, তা নিয়ে শাসক দলের অন্দরেও কৌতূহল তৈরি হয়েছে৷ যদিও তৃণমূল সূত্রে খবর, রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণে ইস্তফা দেওয়া তিন বিধায়ককেই ফের প্রার্থী করতে চলেছে শাসক দল৷ সেক্ষেত্রে রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণ, বাগদায় বিশ্বজিৎ দাস এবং রানাঘাট দক্ষিণ থেকে মুকুটমণি অধিকারীকেই প্রার্থী করা হতে পারে৷ তবে মানিকতলা কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে হবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে অনেক দিন ধরেই হাওয়ায় ভাসছে প্রয়াত সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের নাম৷ যদিও শ্রেয়াকে প্রার্থী করা হবে কি না, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই তৃণমূল সূত্রে খবর৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal by elections 2024: লোকসভার ফলেও এগিয়ে বিজেপি, উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় থাকবে বড় চমক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল