পুরনো কর্মী ও বর্ষীয়ান নেতাদের সংবর্ধনা। যাঁরা অনেকদিন সক্রিয় রাজনীতিতে নেই, বসে গিয়েছেন, তাঁদেরকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে আসা। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাই এখন থেকেই একজোট হওয়ার লক্ষ্যে এগোবে তৃণমূল। কলকাতাতেও বিধানসভা ভিত্তিক বিজয়া সম্মিলনী হচ্ছে শাসক দলের তরফে।
আরও পড়ুন: বড় স্বস্তি বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র! বালি-অস্ত্র মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের
advertisement
লক্ষ্য লোকসভা। তাই প্রতিদিন প্রচারে থাকার নির্দেশ দলের নেতা-কর্মীদের। পুজো মিটতেই রাস্তায় নামার নির্দেশ দলের নেতা-কর্মীদের। কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনা নিয়ে এলাকায় রোজ রোজ প্রচার করতে বলা হয়েছে। বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে সেই প্রচারে জোর দিতে বলা হয়েছে। রাজভবনের ধরনা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস জানিয়েছিল, ৩১ অক্টোবর অবধি তারা অপেক্ষা করবে৷
আরও পড়ুন: শুভেন্দুর দাদা কৃষ্ণেন্দু অধিকারীকে পাঠানো নোটিস খারিজ, পুলিশকে ভর্ৎসনা আদালতের
কেন্দ্র যথাযথ জবাব না দিলে ১ তারিখ থেকে ফের রাস্তায় নামা হবে, এমনটাই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবেন। সূত্রের খবর, এই আন্দোলন করার জন্য সব বিধায়ক তার এলাকার ব্লক ভিত্তিক বঞ্চিতদের তালিকা তৈরি করছেন তা নিয়ে আন্দোলন হবে। দীপাবলি মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপিয়ে পড়বেন।