TRENDING:

Poila Baisakh 2023|| নববর্ষের সকালে তৃণমূল নেতা-নেত্রীর মুখে এ কেমন কথা! তোলপাড় বাংলা, ব্যাপক চর্চা শুরু

Last Updated:

Poila Baisakh 2023: পোস্টার, ব্যানারে, নয়া শব্দ নিয়ে জোর চর্চা। নববর্ষের প্রাক্কালে, কালীঘাট মন্দিরে পুজো দিয়ে এই 'শুভনন্দন' শব্দ ব্যবহার করে, নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ রাজ্যের একাধিক জায়গায় 'শুভনন্দন' পোস্টার। নববর্ষের প্রাক্কালে, কালীঘাট মন্দিরে পুজো দিয়ে এই 'শুভনন্দন' শব্দ ব্যবহার করে, নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই, পূর্ব মেদিনীপুরের দিঘায় গিয়ে 'শুভনন্দন' শব্দবন্ধ তৈরি করেছেন তিনি৷ আর সেই শব্দবন্ধ ইতিমধ্যেই ব্যবহার হওয়া শুরু হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনাদের সবাইকে নব বৈশাখের শুভনন্দন জানাই। সকলে বলেন শুভেচ্ছা বা অভিনন্দন। কিন্তু বাংলায় নতুন শব্দ তো আনতে হবে। তাই শুভেচ্ছা আর অভিনন্দন মিলিয়ে শুভনন্দন হবে না কেন? আমি তাই এটা বললাম আজ।" রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে যে চর্চা করেন বাংলার মুখ্যমন্ত্রী, তা সকলেরই জানা। রাজ্যের বহু সামাজিক প্রকল্পের চমকপ্রদ নাম তাঁরই দেওয়া। ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘চোখের আলো’র মতো প্রকল্পের পাশাপাশি ‘ভোরের আলো’, ‘উত্তীর্ণ’, ‘উত্তরকন্যা’র মতো পর্যটন ক্ষেত্র কিংবা সচিবালয়ের নামও তাঁরই দেওয়া।

advertisement

আরও পড়ুনঃ তাপমাত্রা ছুঁয়েছে ৪২ ডিগ্রি! কবে থেকে জেলায় জেলায় বৃষ্টি শুরু? জানিয়ে দিল হাওয়া অফিস

এ ছাড়া নানাজনের নামকরণের বিষয়টিও তাঁর সারাক্ষণের নজরে রয়েছে। ভাষা চর্চাতেও তিনি অনেকের চেয়ে এগিয়ে। এ বার বাংলা অভিধানে নতুন শব্দ সংযোজনেও এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘা প্রেস ক্লাবের উদ্বোধন করে তিনি বলেছিলেন, ''আপনাদের সবাইকে নব বৈশাখের শুভনন্দন জানাচ্ছি। এমনিতে সকলে বলেন শুভেচ্ছা বা অভিনন্দন। কিন্তু নতুন শব্দ তো আনতে হবে। তাই শুভেচ্ছা আর অভিনন্দন মিলিয়ে বললাম, শুভনন্দন।''

advertisement

আরও পড়ুনঃ অক্ষয় তৃতীয়ার দিনে করুন 'এই' কাজ, জীবনে অর্থের অভাব হবে না, আরও কী বলছে জ্যোতিষ? জানুন

বাংলা ভাষা, সাহিত্য নিয়ে নিরন্তর চর্চা করেন মুখ্যমন্ত্রী। তার একাধিক বই প্রকাশ হয়৷ কলকাতার যে কোনও পার্ক হোক কিংবা একাধিক প্রকল্পের নামও তাঁরই দেওয়া। এ ছাড়া সদ্যোজাতদের নামও দিয়ে থাকেন তিনি। শুধু তাই নয়, নিজের লেখালেখিও নিয়েও তিনি সচেতন। ছড়া, কবিতা, প্রবন্ধ মিলে তাঁর ১২৫টি বই রয়েছে। মাতৃভাষা নিয়ে এতটা চর্চা যাঁর, তিনি নতুন শব্দ প্রয়োগ নিয়ে ভাববেন, সেটা তো স্বাভাবিক। যদিও মমতা বন্দোপাধ্যায়ের এই নয়া শব্দবন্ধ ব্যবহার নিয়ে বিরোধীরা কটাক্ষ করলেও, নববর্ষের সকাল থেকে শাসকদলের নেতারা এই 'শুভনন্দন' শব্দ ব্যবহার করছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

 ABIR GHOSHAL

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Poila Baisakh 2023|| নববর্ষের সকালে তৃণমূল নেতা-নেত্রীর মুখে এ কেমন কথা! তোলপাড় বাংলা, ব্যাপক চর্চা শুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল