Astrology| Akshaya Tritiya 2023|| অক্ষয় তৃতীয়ার দিনে করুন 'এই' কাজ, জীবনে অর্থের অভাব হবে না, আরও কী বলছে জ্যোতিষ? জানুন

Last Updated:
Akshaya Tritiya 2023: অক্ষয় তৃতীয়ায় কোনও শুভ কাজ বা পুজো করলে তার ফলও অক্ষয় হবে। অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে যে কাজ করা হয়, তা অক্ষয় হবেই হবে।
1/9
*হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়ার এক আলাদাই মাহাত্ম্য রয়েছে। এই পুণ্য তিথিতে হিন্দু ধর্মীয় সমস্ত শুভ কাজ সম্পন্ন হচ্ছে। আসলে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। প্রতীকী ছবি। 
*হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়ার এক আলাদাই মাহাত্ম্য রয়েছে। এই পুণ্য তিথিতে হিন্দু ধর্মীয় সমস্ত শুভ কাজ সম্পন্ন হচ্ছে। আসলে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। প্রতীকী ছবি। 
advertisement
2/9
*চলতি বছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী ২২ এপ্রিল। এই দিনে শুভ কাজ সম্পন্ন করা যেতে পারে। অক্ষয় তৃতীয়ার দিনের পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে বলে বিশ্বাস। প্রতীকী ছবি। 
*চলতি বছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী ২২ এপ্রিল। এই দিনে শুভ কাজ সম্পন্ন করা যেতে পারে। অক্ষয় তৃতীয়ার দিনের পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে বলে বিশ্বাস। প্রতীকী ছবি। 
advertisement
3/9
*হিন্দু ধর্ম মতে, এই পবিত্র দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। এমনও উল্লেখ রয়েছে যে, অক্ষয় তৃতীয়ায় কোনও শুভ কাজ বা পুজো করলে তার ফলও অক্ষয় হবে। অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে যে কাজ করা হয়, তা অক্ষয় হবেই হবে। প্রতীকী ছবি। 
*হিন্দু ধর্ম মতে, এই পবিত্র দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। এমনও উল্লেখ রয়েছে যে, অক্ষয় তৃতীয়ায় কোনও শুভ কাজ বা পুজো করলে তার ফলও অক্ষয় হবে। অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে যে কাজ করা হয়, তা অক্ষয় হবেই হবে। প্রতীকী ছবি। 
advertisement
4/9
*অক্ষয় তৃতীয়ার দিনে হিন্দু ধর্মাবলম্বীরা মন্দিরে গিয়ে প্রার্থনা করে থাকেন। এমনকী এই দিনে বিয়ে করা, নতুন বাড়ির উদ্বোধন, জমি-বাড়ি কেনা অথবা নতুন চাকরি গ্রহণ করার মতো শুভ কাজ করা হয়। এছাড়া জ্যোতিষশাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়ার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে ধ্যান ও আচার পালন করে স্বর্গ লাভ করা সম্ভব। প্রতীকী ছবি। 
*অক্ষয় তৃতীয়ার দিনে হিন্দু ধর্মাবলম্বীরা মন্দিরে গিয়ে প্রার্থনা করে থাকেন। এমনকী এই দিনে বিয়ে করা, নতুন বাড়ির উদ্বোধন, জমি-বাড়ি কেনা অথবা নতুন চাকরি গ্রহণ করার মতো শুভ কাজ করা হয়। এছাড়া জ্যোতিষশাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়ার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে ধ্যান ও আচার পালন করে স্বর্গ লাভ করা সম্ভব। প্রতীকী ছবি। 
advertisement
5/9
*ফল প্রাপ্তি: হরিদ্বার নিবাসী জ্যোতিষাচার্য শক্তিধর শাস্ত্রী বলেন, অক্ষয় তৃতীয়ার দিনে বৃহস্পতি গ্রহ অস্তমিত হোক বা উদয়ই হোক, তা সত্ত্বেও পূর্বপুরুষদের জন্য দান-ধ্যান, পুজো-পাঠ, জপ-তপ করলে মানুষ হাজার গুণ বেশি ফল লাভ করতে পারেন। অনেক ধর্মীয় গ্রন্থ ও পুরাণে এটি বর্ণিত রয়েছে। প্রতীকী ছবি। 
*ফল প্রাপ্তি: হরিদ্বার নিবাসী জ্যোতিষাচার্য শক্তিধর শাস্ত্রী বলেন, অক্ষয় তৃতীয়ার দিনে বৃহস্পতি গ্রহ অস্তমিত হোক বা উদয়ই হোক, তা সত্ত্বেও পূর্বপুরুষদের জন্য দান-ধ্যান, পুজো-পাঠ, জপ-তপ করলে মানুষ হাজার গুণ বেশি ফল লাভ করতে পারেন। অনেক ধর্মীয় গ্রন্থ ও পুরাণে এটি বর্ণিত রয়েছে। প্রতীকী ছবি। 
advertisement
6/9
*অক্ষয় তৃতীয়া হল একটি বিশেষ তিথি, যেখানে পূর্বপুরুষদের জন্য নিয়ম-রীতি পালন করা হয়ে থাকে। সোম প্রদোষ, পিতৃ অমাবস্যা, অক্ষয় তৃতীয়া প্রভৃতি কয়েকটি বিশেষ তিথিতে পূর্বপুরুষদের জন্য কাজ করা হলে দেবতারা তুষ্ট হন। এই সময়ে পিতৃজপ, তপস্যা, দান-ধ্যান, উপাসনা করা হলে মৃত্যুর পরে স্বর্গ প্রাপ্তি ঘটবে। প্রতীকী ছবি। 
*অক্ষয় তৃতীয়া হল একটি বিশেষ তিথি, যেখানে পূর্বপুরুষদের জন্য নিয়ম-রীতি পালন করা হয়ে থাকে। সোম প্রদোষ, পিতৃ অমাবস্যা, অক্ষয় তৃতীয়া প্রভৃতি কয়েকটি বিশেষ তিথিতে পূর্বপুরুষদের জন্য কাজ করা হলে দেবতারা তুষ্ট হন। এই সময়ে পিতৃজপ, তপস্যা, দান-ধ্যান, উপাসনা করা হলে মৃত্যুর পরে স্বর্গ প্রাপ্তি ঘটবে। প্রতীকী ছবি। 
advertisement
7/9
*অক্ষয় তৃতীয়ার গুরুত্ব: শক্তিধর শাস্ত্রীর মতে, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ায় করা পুণ্যকর্ম কখনওই বিফলে যায় না কিংবা বিনষ্টও হয় না। প্রতীকী ছবি। 
*অক্ষয় তৃতীয়ার গুরুত্ব: শক্তিধর শাস্ত্রীর মতে, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ায় করা পুণ্যকর্ম কখনওই বিফলে যায় না কিংবা বিনষ্টও হয় না। প্রতীকী ছবি। 
advertisement
8/9
*অন্য জাগতিক আনন্দের সঙ্গে হাজার গুণ বেশি এর ফল লাভ হয়। তাই একে অক্ষয় তৃতীয়া বলা হয়। তিনি বলেন যে এক জন ব্যক্তি অক্ষয় তৃতীয়ায় করা শুভ কর্মের ফল বিদ্যমান জীবনে এবং পরবর্তী জীবনেও পান। প্রতীকী ছবি। 
*অন্য জাগতিক আনন্দের সঙ্গে হাজার গুণ বেশি এর ফল লাভ হয়। তাই একে অক্ষয় তৃতীয়া বলা হয়। তিনি বলেন যে এক জন ব্যক্তি অক্ষয় তৃতীয়ায় করা শুভ কর্মের ফল বিদ্যমান জীবনে এবং পরবর্তী জীবনেও পান। প্রতীকী ছবি। 
advertisement
9/9
*অর্থের বর্ষণ: শক্তিধর শাস্ত্রীর বক্তব্য, অক্ষয় তৃতীয়ায় পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন মঙ্গল। তিনি জানান, অক্ষয় তৃতীয়া ২২ এপ্রিল সকাল থেকে ২৩ এপ্রিল সকাল ৭ঃ৪৮ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। আর এই সময়ে মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনে ধন-সম্পদের বর্ষণ হবে। প্রতীকী ছবি।
*অর্থের বর্ষণ: শক্তিধর শাস্ত্রীর বক্তব্য, অক্ষয় তৃতীয়ায় পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন মঙ্গল। তিনি জানান, অক্ষয় তৃতীয়া ২২ এপ্রিল সকাল থেকে ২৩ এপ্রিল সকাল ৭ঃ৪৮ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। আর এই সময়ে মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনে ধন-সম্পদের বর্ষণ হবে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement