তৃণমূল কংগ্রেস নেতাদের এবার কড়া নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দুর্গাপুজোয় বাইরে বেড়াতে যাওয়া যাবে না। বাতিল করতে হবে পুজো সফর। এমনকি, এই উৎসবের সময় এলাকায় থাকতে হবে বলে জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী। দলীয় স্তরে এই নির্দেশিকা জারি করে মমতা বন্দ্যোপাধায় বলেছেন, ‘‘ মানুষের কাজ করতে হবে, যাতে কেউ উৎসবের সময় বিপদে না পড়েন। মানুষ তো এই জন্য ভোট দেন। বিপদে তাঁরা যদি পাশে না পান তাহলে ভোট দেবেন কেন?’’
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠকে দুর্গাপুজোয় শান্তি বজায় রাখতে জনপ্রতিনিধিদের কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেছিলেন, ‘‘ আমাদের দলের অনেক এমএলএ–এমপি আছেন যাঁরা দুর্গাপুজোর সময় বেড়াতে চলে যান। কেন যান? কোটি কোটি মানুষ তখন রাস্তায় থাকে। বাইরে থেকে লোক আসে। বিপদ হলে কে দেখবে? আপনি যদি বিপদে পাশে না থাকেন, মানুষ থোড়াই কেয়ার করবে। আমি পুজোর সময় জীবনে কলকাতা ছাড়ি না।’’
আরও পড়ুন : সদা কর্মব্যস্ত প্রধানমন্ত্রীর জন্মদিনে রইল তাঁর ফিটনেস রহস্য
আরও পড়ুন : অস্ত্রোপচারে নারী থেকে পুরুষ হন স্বামী, বিয়ের ৮ বছর পর ভয়ঙ্কর সত্যি স্ত্রীর সামনে
সুতরাং তাঁর এই নির্দেশের পর দলীয় নেতারা কেউ বেড়াতে যাবেন না বলেই মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, উৎসবের সময় বহু মানুষের সঙ্গে দেখা হয়। তাই এই সময়টাকে কাজে লাগানো হচ্ছে৷ বলা হয়েছে সকাল-সন্ধ্যা সমস্ত পুজো প্যান্ডেলে যেতে। সেখানে গিয়ে বসতে। সকলের সাথে কথা বলতে। প্রয়োজনে একটি পুজো মন্ডপে দু'বার করে যেতে। শুধু আমন্ত্রণ পেয়ে উদ্বোধন করে চলে আসলে হবে না। যেতে হবে তার পরেও৷ এছাড়া সাংসদদের বলা হয়েছে এই জনসংযোগ তার সংসদীয় এলাকাতেও চালিয়ে যেতে হবে।