TRENDING:

শহর থেকে রাজ্য, শনিবার সকাল থেকেই ব্রিগেডমুখী তৃণমূল কর্মী-সমর্থকেরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ১৯ জানুয়ারি এক নতুন ইতিহাস তৈরির অপেক্ষা । লোকসভা ভোটের আগে তৃণমূলের ব্রিগেড সমাবেশ যেন মোদি-বিরোধী শক্তিগুলির মহাজোটের মঞ্চ। তৃণমূল সুপ্রিমোর উদ্যোগে ব্রিগেড সমাবেশে এক মঞ্চে আসছেন কংগ্রেস-সহ তামাম মোদি বিরোধী নেতৃত্ব ৷ থাকছেন কংগ্রেস, সমাজবাদী পার্টি, ন্যাশনাল কনফারেন্স, টিডিপি, আম আদমি পার্টি, জেডিইউ, আরজেডি, আরএলডির শীর্ষনেতারা ৷
advertisement

অন্যদিকে, রাজ্যের নানা প্রান্ত থেকে দলের কর্মী সমর্থকেরা একে একে হাজির হচ্ছেন ব্রিগেডে ৷ দূর দূরান্ত থেকে আসা কর্মী সমর্থকেরা শুক্রবার রাত থেকেই অপেক্ষায় ছিলেন ৷ দিনের আলো ফুটতেই ঠাসা ভিড় ব্রিগেড চত্বরে ৷

হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা মিছিল করে ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছেন ৷ এছাড়া শহরের বিভিন্ন প্রান্ত থেকেও আসছে একের পর এক মিছিল ৷ সকলেরই গন্তব্য আজ ধর্মতলা ৷

advertisement

শ্যামবাজার থেকে বিধান সরণি, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ব্রিগেডে ঢুকবে একটি মিছিল ৷ শিয়ালদহ থেকে মিছিল যাবে মৌলালি, এসএন ব্যানার্জি রোড হয়ে ব্রিগেডে ৷ এছাড়াও হাওড়া থেকে ব্রেবোর্ন রোর্ড, টি বোর্ড, আর আর অ্যাভিনিউ হয়ে ব্রিগেডে ঢুকবে মিছিল ৷ অন্যদিকে, হাজরা থেকে এটিএম রোড, জওহরলাল নেহরু রোড হয়ে মিছিল এগোবে ব্রিগেডের দিকে ৷ খিদিরপুর থেকে হেস্টিংস হয়ে ব্রিগেড ময়দানে মিছিল করে যাবেন তৃণমূল কর্মী সমর্থকেরা ৷ পার্ক সার্কাস ময়দান থেকে সিআইটি রোড, এসএন ব্যানার্জি রোড হয়ে তৃণমূলের মিছিল যাবে ব্রিগেডে।

advertisement

এ ছাড়া, মিলন মেলা থেকে পার্ক সার্কাস সাত মাথার মোড়, পার্ক স্ট্রিট হয়েও মিছিল মিশবে ব্রিগেডে ৷

কী বার্তা দেবেন মমতা ? কী বার্তাই বা দেবেন ভিনরাজ্যের নেতারা ?

মমতার নেতৃত্বে নয়া রাজনৈতিক সমীকরণ ? সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আজ ব্রিগেডের দিকে তাকিয়ে জনতা থেকে রাজনৈতিক মহল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

প্রসঙ্গত, ব্রিগেডের সভার জন্য একাধিক বাস নিয়ে নেওয়ার জেরে ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ ৷ রাস্তায় দেখা মিলছে না বেসরকারি বাসের ৷ তবে, যাতায়াতের সমস্যা সমাধানের জন্য কলকাতায় চলছে অতিরিক্ত ৫০০টি সরকারি বাস ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
শহর থেকে রাজ্য, শনিবার সকাল থেকেই ব্রিগেডমুখী তৃণমূল কর্মী-সমর্থকেরা