কলকাতা হাইকোর্টের প্রসঙ্গে তিনি বলেন, "আদালতে যা হচ্ছে, তাতে রাজনৈতিক দলের অবকাশ নেই বলার। আইন ব্যবস্থায় ঠোকাঠুকি অবশ্যই লাগে। মতপার্থক্যের কারণ জানলে সমস্যা মিটবে।"
বিচারপতি বাড়ির সামনে পোস্টার নিয়ে কুণাল ঘোষ বলেন, "আমরাও খুঁজে বার করার চেষ্টা করছি কে পোস্টার মেরেছে। কেউ যদি দেখে থাকেন জানান। কেউ যদি বলেন আমি মেরেছি সে এসে জানান। ছবি তুললে জানান।"
advertisement
আরও পড়ুন, শিক্ষক নিয়োগে আরও গতি, পঞ্চম দফার ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের
আরও পড়ুন, আবাস যোজনা দুর্নীতিতে এবার মুখ খুললেন দেব, তারকা সাংসদের মুখে 'অন্য' সুর! যা বললেন ঘাটালে...
বাবুঘাটে গঙ্গা আরতি প্রসঙ্গে কুণাল বলেন, "সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। দল কী করবে? ত্রিপুরাতে যেমন প্রশাসনিক কথা বলা হত। তেমন অনুচ্ছেদ গুলো পড়ে নিক। আর গঙ্গা আরতি তো কলকাতা পুরসভা করবে। সেখানে সস্তা রাজনীতি করতে গেলে হবে না।"
শুভেন্দুকে নিশানা করে কুণাল ঘোষ বলেন, "বিজেপি ত্রিপুরায় দুটো দল বদলুদের পাঠিয়েছে। দুই এজেন্সির ভয়ে দলবদল করা প্রাণীকে পাঠিয়েছেন। দুর্নীতিগ্রস্ত শুভেন্দু অধিকারীকে বুঝবেন ত্রিপুরার মানুষ।"