পঞ্চম দফা নির্বাচনের দিন সকালে দক্ষিণেশ্বরে হালকা মেজাজে পুজো দিলেও শেষ বেলায় অসুস্থ হয়ে পড়েন প্রবীণ নেতা। সেই সময় চিকিৎসকরা বলেছিলেন ভয়ের কিছু নেই, ভোটের দিন একটু বেশি স্ট্রেস এবং প্রখর গরম থেকেই এমনটা হয়েছে। সুগার-প্রেসার সব রিপোর্ট ঠিকই আছে বলেও জানানো হয়েছিল চিকিৎসকদের তরফে। পরে একবার ইসিজি করানোর পরামর্শও দেওয়া হয়েছিল।
advertisement
কিন্তু সেই পরীক্ষা করার আগেই ফের এদিন অসুস্থ হয়ে পড়লেন তৃণমূলের কামারহাটি (Kamarhati) কেন্দ্রের প্রার্থী। গত শনিবারই এই কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সেদিন সকাল থেকে বিকাল পর্যন্ত খোশমেজাজ লাল হুড খোলা জিপে এক বুথ থেকে আর এক বুথে ঘুরতে দেখা গিয়েছিল মদন মিত্রকে। পরে বিকালের দিকে শ্বাস কষ্ট জনিত অস্বস্থি বোধ করেন তিনি। রথতলার একটি দলীয় কার্যালয়ে তাঁর প্রাথমিক চিকিৎসা করানো হয়েছিল সেদিন। বারবার মদন মিত্রের এভাবে অসুস্থ হওয়ার খবর উদ্বেগ বাড়াচ্ছে তৃণমূলের (TMC) কর্মী-সমর্থকদের মনে। আপাতত এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে উডবার্ণ ওয়ার্ডে চিকৎসাধীন রয়েছেন মদন মিত্র।