TRENDING:

Abhishek Banerjee: ‘ইন্ডিয়া টিম পারবে,’ বুধে মমতার দিল্লি দখলের হুঙ্কারের পরেই শনিতে জোটের বৈঠকে অভিষেক! কোন পথে হবে আলোচনা

Last Updated:

Abhishek Banerjee: ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশনের নামে প্রচুর ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে প্রথম সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার সন্ধ্যায় এই ইস্যুটিই প্রাধান্য পাবে ইন্ডিয়া জোটের বৈঠকে।
‘ইন্ডিয়া টিম পারবে,’ বুধে মমতার দিল্লি দখলের হুঙ্কারের পরেই শনিতে জোটের বৈঠকে অভিষেক! কোন পথে হবে আলোচনা
‘ইন্ডিয়া টিম পারবে,’ বুধে মমতার দিল্লি দখলের হুঙ্কারের পরেই শনিতে জোটের বৈঠকে অভিষেক! কোন পথে হবে আলোচনা
advertisement

তৃণমূল জানিয়ে দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার সন্ধে সাতটায় কলকাতা থেকে অনলাইনে ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন। ইন্ডিয়া জোটের এই বৈঠকের ঠিক তিনদিন আগে কলকাতার রাজপথে মিছিল থেকে সর্বভারতীয় প্রেক্ষাপটে বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘‘আগামী দিন দিল্লি দখল করব, ইন্ডিয়া টিম তা পারবে।’’ তৃণমূল সুপ্রিমোর সেই বার্তাই ভার্চুয়াল বৈঠকে তুলে ধরবেন অভিষেক।

advertisement

আরও পড়ুন: ‘শোলের’ এই সিনেই চলে সেন্সর বোর্ডের কাঁচি! ৫০ বছরে সামনে সেই দৃশ‍্য, কী ছিল ওই সিনে? কেন ছেঁটে ফেলা হয়? জানলে ঘুম উড়ে যাবে

আগামী কাল রবিবার সকাল ১১ টায় সর্বদলীয় বৈঠক ডেকেছে সংসদ বিষয়ক মন্ত্রক। এক কথায় সরকার। সেই বৈঠকে তৃণমূল যোগ দিচ্ছে না। পরের দিন ২১ জুলাই দলের শহিদ দিবস কর্মসূচি। তারই প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে তৃণমূল। শনিবার সন্ধ্যা ৭টায় শুরু হবে বৈঠক। কলকাতা থেকে তাতে যোগ দেবেন অভিষেক।

advertisement

সংসদ অধিবেশনের আগে কংগ্রেসের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে তৃণমূলের প্রতিনিধি থাকলেও ২০২৪ সালের লোকসভা ভোটের পরে এই প্রথম ‘ইন্ডিয়া’র সভায় থাকছেন তৃণমূলের কোনও প্রতিনিধি।

আরও পড়ুন: ‘কোল্ডপ্লে’ কনসার্টে গিয়ে ফাঁস পরকীয়া! সিইওর বাহুডোরে এইচআর হেড, ভিডিও ভাইরাল হতেই বিপাকে অ্যান্ডি বায়রন

আরজেডি নেতা তেজস্বী যাদব, ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরেরা ইতিমধ্যেই জানিয়েছেন, শনিবার ‘ইন্ডিয়া’র বৈঠকে তাঁরা যোগ দেবেন। যদিও জোট বৈঠকে থাকছে না ‘আপ’। কংগ্রেসের নীতির কারণেই তারা সরছে বলে জানা গিয়েছে।বাদল অধিবেশনে সংসদে কক্ষ সমন্বয়-সহ একাধিক বিষয়ে শনিবার ‘ইন্ডিয়া’র বৈঠকে আলোচনা হওয়ার কথা। পাশাপাশিই বিহারে বিধানসভা নির্বাচনের আগে কমিশন যে বিশেষ সমীক্ষা করছে, তা নিয়েও আলোচনা হতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লন্ডন এবার পুরুলিয়ায়! ১-২ রকম নয় পাওয়া যাচ্ছে ২৫ রকমের কেক-পেস্ট্রি
আরও দেখুন

এই বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছে কংগ্রেস। আলোচনার মূল বিষয়, সংসদের বাদল অধিবেশনে যৌথ কৌশল এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। প্রথমে ঠিক হয়েছিল এই বৈঠক হবে দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে। কিন্তু অনেক নেতা দিল্লি পৌঁছতে পারবেন না বলে জানান। তাই সিদ্ধান্ত বদলে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৈঠক করার সিদ্ধান্ত হয়।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: ‘ইন্ডিয়া টিম পারবে,’ বুধে মমতার দিল্লি দখলের হুঙ্কারের পরেই শনিতে জোটের বৈঠকে অভিষেক! কোন পথে হবে আলোচনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল