তৃণমূল জানিয়ে দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার সন্ধে সাতটায় কলকাতা থেকে অনলাইনে ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন। ইন্ডিয়া জোটের এই বৈঠকের ঠিক তিনদিন আগে কলকাতার রাজপথে মিছিল থেকে সর্বভারতীয় প্রেক্ষাপটে বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘‘আগামী দিন দিল্লি দখল করব, ইন্ডিয়া টিম তা পারবে।’’ তৃণমূল সুপ্রিমোর সেই বার্তাই ভার্চুয়াল বৈঠকে তুলে ধরবেন অভিষেক।
advertisement
আগামী কাল রবিবার সকাল ১১ টায় সর্বদলীয় বৈঠক ডেকেছে সংসদ বিষয়ক মন্ত্রক। এক কথায় সরকার। সেই বৈঠকে তৃণমূল যোগ দিচ্ছে না। পরের দিন ২১ জুলাই দলের শহিদ দিবস কর্মসূচি। তারই প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে তৃণমূল। শনিবার সন্ধ্যা ৭টায় শুরু হবে বৈঠক। কলকাতা থেকে তাতে যোগ দেবেন অভিষেক।
সংসদ অধিবেশনের আগে কংগ্রেসের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে তৃণমূলের প্রতিনিধি থাকলেও ২০২৪ সালের লোকসভা ভোটের পরে এই প্রথম ‘ইন্ডিয়া’র সভায় থাকছেন তৃণমূলের কোনও প্রতিনিধি।
আরজেডি নেতা তেজস্বী যাদব, ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরেরা ইতিমধ্যেই জানিয়েছেন, শনিবার ‘ইন্ডিয়া’র বৈঠকে তাঁরা যোগ দেবেন। যদিও জোট বৈঠকে থাকছে না ‘আপ’। কংগ্রেসের নীতির কারণেই তারা সরছে বলে জানা গিয়েছে।বাদল অধিবেশনে সংসদে কক্ষ সমন্বয়-সহ একাধিক বিষয়ে শনিবার ‘ইন্ডিয়া’র বৈঠকে আলোচনা হওয়ার কথা। পাশাপাশিই বিহারে বিধানসভা নির্বাচনের আগে কমিশন যে বিশেষ সমীক্ষা করছে, তা নিয়েও আলোচনা হতে পারে।
এই বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছে কংগ্রেস। আলোচনার মূল বিষয়, সংসদের বাদল অধিবেশনে যৌথ কৌশল এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। প্রথমে ঠিক হয়েছিল এই বৈঠক হবে দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে। কিন্তু অনেক নেতা দিল্লি পৌঁছতে পারবেন না বলে জানান। তাই সিদ্ধান্ত বদলে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৈঠক করার সিদ্ধান্ত হয়।