TRENDING:

Abhishek Banerjee: ১ লক্ষ কোটি টাকারও বেশি পাওনা! বকেয়া না মেটালে দিল্লিতে মেগাধর্ণা, হুঁশিয়ারি দিলেন অভিষেক

Last Updated:

Abhishek Banerjee: বাংলার বকেয়া না দিলে আবারও দিল্লিতে মেগা ধরনা হবে, হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাংলার বকেয়া না দিলে আবারও দিল্লিতে মেগা ধরনা হবে, হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজ-সহ বাংলার একাধিক প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে পাওনা রয়েছে এক লক্ষ কোটি টাকারও বেশি। প্রতিবাদে কলকাতা থেকে দিল্লিতে আন্দোলন-ধরনা করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু বকেয়া দেয়নি। এবার সুপ্রিম কোর্টের রায়ের দিনই ফের বাংলার বকেয়া আদায়ে দিল্লির বুকে বড় রকমের আন্দোলনের হুঁশিয়ারি দিলেন অভিষেক।
* বকেয়া না মেটালে দিল্লিতে মেগাধর্ণা, হুশিয়ারি অভিষেকের
* বকেয়া না মেটালে দিল্লিতে মেগাধর্ণা, হুশিয়ারি অভিষেকের
advertisement

বাংলার বকেয়া টাকা দিতেই হবে কেন্দ্রকে, স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের। এরপরেই কেন্দ্রের প্রতি ক্ষোভ উগরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, যেমনটা আমি আগেও বলেছি, আবারও বলব: চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি! ১০০ দিনের কাজের-প্রকল্প নিয়ে কেন্দ্রের আবেদনে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত।

advertisement

আরও পড়ুন: কোটিপতি হতে চান? রাতে ঘুমোনোর আগে…সকাল থেকে রাত পর্যন্ত করতে হবে ছোট্ট ছোট্ট ৫ কাজ! ‘আকর্ষণের সূত্রই’ চুম্বকের মতো টেনে আনবে টাকা

বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ কেন্দ্রের আবেদনের শুনানিতে প্রশ্ন করে আপনারা নিজেরাই আবেদন তুলে নেবেন, নাকি আমরা তা খারিজ করে দেব? অবশেষে আদালত মামলাটি খারিজ করে দেয়। অতএব হাইকোর্টের নির্দেশই বহাল থাকল। এর ফলে রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্পে আটকে থাকা টাকা কেন্দ্রকে ছাড়তে হবে।

advertisement

আরও পড়ুন: মেয়ের উপর অ‍্যাসিড হামলায় ‘প্লট’ সাজায় বাবা! হাতে টয়লেট ক্লিনার ঢেলে… দিল্লির ঘটনায় একের পর এক ট‍্যুইস্ট, উঠল ধর্ষণের অভিযোগ

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের পোস্টে লেখেন, ‘‘আজকের রায় বহিরাগত বাংলাবিরোধী জমিদারদের আরেকটি শোচনীয় পরাজয়। মাননীয় সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের বাংলায় মনরেগা পুনরায় চালু করার নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকারের আবেদন খারিজ করে দিয়েছে। এটি বাংলার জনগণের জন্য একটি ঐতিহাসিক জয়। দিল্লির অহংকার এবং অন্যায়ের সামনে যারা মাথা নত করতে অস্বীকার করেছিল এটা তাদের জয়। যখন বিজেপি রাজনৈতিকভাবে আমাদের পরাজিত করতে ব্যর্থ হল, তখন তারা বঞ্চনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করল। তারা বাংলার উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করল, দরিদ্রদের মজুরি কেড়ে নিল এবং মা-মাটি-মানুষের পাশে দাঁড়ানোর জন্য জনগণকে শাস্তি দিতে চাইল। কিন্তু বাংলা কখনওই হার মানেনি। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রতিটি ন্যায্য টাকার জন্য, প্রতিটি সৎ কর্মীর জন্য লড়াই করব।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: ১ লক্ষ কোটি টাকারও বেশি পাওনা! বকেয়া না মেটালে দিল্লিতে মেগাধর্ণা, হুঁশিয়ারি দিলেন অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল