ভোটের দিন এখনও ঘোষণা হয়নি৷ তার আগেই অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এই দেওয়াল লিখন ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।দেওয়ালে পাশাপাশি চিত্রিত হয়েছে দুটি ছবি। একটিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছেন। তাঁর হাতে রয়েছে একটা ত্রিশূল। ডান দিকে কাঁধের কাছে লেখা রয়েছে সবুজ রঙে 'খেলা হবে'। ঠিক তার পাশেই চিত্রিত হয়েছে একটা ফুটবল মাঠের ছবি। সেখানে নীল জার্সি পরিহিতা একজনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপক হিসাবে ব্যবহার করা হয়েছে। আর তার সামনে স্ট্রাইকার থেকে ডিফেন্ডার সবাই রাজ্য সরকারের একাধিক উন্নয়ন মূলক প্রকল্পের জার্সিতে দাঁড়িয়ে রয়েছেন।
advertisement
হাজরাতে ইতিমধ্যেই এমন দেওয়াল লিখন হয়েছে। যারা এই দেওয়াল লিখন করছেন তাদের অন্যতম এক সদস্য ভিকি মন্ডল। তিনি জানাচ্ছেন, 'এবারের ভোটে খেলা তো হবেই। খেলা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। আমরা মাঠে নেমে পড়েছি। তাই দেওয়ালেও খেলার বার্তা আমাদের।' পন্ডিতিয়া রোডের একাধিক জায়গায় ইতিমধ্যেই দেওয়াল লিখন চলছে। সেখানের এক কর্মী দেবলীনা রায় অবশ্য জানাচ্ছেন, 'খেলার মধ্যে কোনও খারাপ ব্যপার নেই। ছোটবেলা থেকে মানুষ খেলাধুলা করে। এখনও হচ্ছে এবার দেওয়াল লিখনের মাধ্যমে।' তবে যে সব জায়গা বাছাই করে এই দেওয়াল লিখন হয়েছে তার অধিকাংশ জায়গায় অবাঙালি ভোটারদের বাস রয়েছে। তবে এমন জায়গা বাছাই করা হয়েছে যেখানে সকলের চোখে পড়ছে 'খেলা হবে' স্লোগান। তৃণমূলের উৎসাহী কর্মীরা অবশ্য বলছেন, দেবাংশুর গান ইতিমধ্যেই সুপার হিট, ভাইরাল। তাই দেওয়াল লিখনেও এবার 'খেলা হবে'। বিজেপি অবশ্য খেলা হবে নিয়ে তাদের আপত্তির কথা আগেই জানিয়েছে। বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "কিসের খেলা হবে? এই খেলা হবে স্লোগানটাই আসলে আপত্তিকর। আসলে ভয় দেখানো হচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত। প্রশাসনের নজরে রাখা উচিত।"