ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন তাপস রায়। পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অপরদিকে, মতুয়া মুখ হিসেবে বিজেপি যে মুকুটমণি অধিকারীকে সামনে এনেছিল, সেই বিধায়কই যোগ দিয়েছেন তৃণমূলে। আর এর ফলে লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেয়েছে বঙ্গ গেরুয়া শিবির, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। ফলে রবিবার কে কে তৃণমূলে যোগ দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
advertisement
আরও পড়ুন: দুই মুখকে বিশেষ দায়িত্ব ব্রিগেডে! কারা তাঁরা? অলিখিত বার্তা দিয়ে দিলেন মমতা-অভিষেক
লোকসভা ভোটের আগে বাংলার শাসকদলের হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা। ১০০ দিনের কাজ, আবাস যোজনার বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে আদায়ের জন্য লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছে তৃণমূল। দিল্লি, কলকাতায় একাধিক ধর্নার পর এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জনগর্জন সভা’র ডাক তৃণমূলের।
আরও পড়ুন: ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, ‘জনগর্জন সভায়’ ‘কেন্দ্রীয় বঞ্চনা’ই মূল অস্ত্র তৃণমূলের!
১০ মার্চ ব্রিগেড ময়দানের এই সভায় যোগ দিতে সোশাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় সকলকে আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে সময় ছিল মাত্র দেড় সপ্তাহ, তাই এখন এক মুহূর্তও সময় নষ্ট না করে উঠে পড়ে লেগেছিলেন দলের কর্মী-সমর্থকরা। রাজ্য জুড়ে গত ১০ দিন ধরে ৫০০-রও বেশি সভা-মিছিল হয়েছে। প্রতি ব্লকে এবং প্রত্যেক পুরসভা এলাকায় ১টি করে সভা করেছে তৃণমূল। সেই সঙ্গে ছিল গ্রাম ও শহরের ব্লকে ব্লকে মহা ব্রিগেডের সমর্থনে মিছিল-মিটিং। ৯ মার্চ অবধি এই প্রচার চালানোর পাশাপাশি রাজ্য জুড়ে ৬০ লক্ষেরও বেশি পোস্টার লাগানো হয়েছে।