TRENDING:

‘বামেদের চেয়েও ভয়ঙ্কর তৃণমূল’, বিজেপির সংবর্ধনা সভায় এসে বিস্ফোরক শোভন

Last Updated:

কমলে এসে বিস্ফোরক কানন ৷ দিল্লিতে বিজেপিতে যোগদানের পর মঙ্গলবার রাজ্যে ছিল শোভন-বৈশাখীর সংবর্ধনা ৷ সেই সভায় এসে পুরনো দল নিয়ে বহু ক্ষোভই উঠে এল শোভন চট্টোপাধ্যায়ের মুখে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কমলে এসে বিস্ফোরক কানন ৷ দিল্লিতে বিজেপিতে যোগদানের পর মঙ্গলবার রাজ্যে ছিল শোভন-বৈশাখীর সংবর্ধনা ৷ সেই সভায় এসে পুরনো দল নিয়ে বহু ক্ষোভই উঠে এল শোভন চট্টোপাধ্যায়ের মুখে ৷ বলেন, ‘অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল তৃণমূলে ৷ ভয়ঙ্কর যন্ত্রণায় ছিলাম ৷ ৮ মাস কোনও রাজনৈতিক কর্মসূচীতে ছিলাম না ৷’
advertisement

এখানেই শেষ নয়, শোভনের অভিযোগ- ‘তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিলাম ৷ যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে ছিলাম ৷ বামেদের চেয়েও ভয়ঙ্কর তৃণমূল ৷’ একইসঙ্গে কাননের মুখে দিলীপ ঘোষের প্রশংসা ৷ নতুন দলে এসে রাজ্য বিজেপি সভাপতির প্রশংসায় পঞ্চমুখ শোভন ৷ বলেন, ‘মাসখানেক আগে দিলীপদার সঙ্গে কথা হয় ৷ দিলীপদার কথায় আন্তরিকতা ছিল ৷ বিজেপিতে যোগ দিতে বলেন দিলীপ ঘোষ ৷’

advertisement

তৃণমূলের জন্মলগ্ন থেকেই শোভন মমতার পাশে ৷ রাজনীতির শুরু অবশ্য কংগ্রেসে৷ ১৯৮৫ সালে মাত্রা একুশ বছর বয়সে কলকাতা পুরসভার কাউন্সিলর হন শোভন ৷ ২০০০ সালে সুব্রত মুখোপাধ্যায় যখন কলকাতা মেয়র তখন শোভনকে দায়িত্ব দেওয়া হয় জল সরবরাহ দফতরের ৷ সেই থেকে শোভন হয়ে ওঠেন ‘জল শোভন’৷ ২০১০ সালে শোভনকে কলকাতা পুরসভার মেয়র করেন মমতা ৷ ২০১৫ সালে আবার ৷ ২০১৬ সালে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জেতেন শোভন ৷ মমতা তাঁকে তিনটি দফতরের দায়িত্ব দেন - দমকল, আবাসন ও পরিবেশ ৷ এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল জেলা সভাপতির দায়িত্বও শোভনকেই দেন মমতা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তৃণমূলে তিনি ছিলেন হেভিওয়েট। কলকাতার মেয়র। রাজ্যের তিন গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি। এ হেন শোভন চট্টোপাধ্যায় যোগ দিলেন বিজেপিতে। সঙ্গে বন্ধু বৈশাখী ৷ লোকসভা ভোটে বিজেপি ভাল ফলের পর এ নিয়ে সাত জন তৃণমূল বিধায়ক গেরুয়া শিবিরে নাম লেখালেন ৷ শুভ্রাংশু রায়, সুনীল সিং,তুষার ভট্টাচার্য, উইলসন চম্প্রামারি, বিশ্বজিৎ দাস, মণিরুল ইসলামের পর এবার শোভন চট্টোপাধ্যায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘বামেদের চেয়েও ভয়ঙ্কর তৃণমূল’, বিজেপির সংবর্ধনা সভায় এসে বিস্ফোরক শোভন