ঘোষণা মতোই পদক্ষেপ। বিধাননগরের মেয়র পদ থেকে সব্যসাচী দত্তকে সরাতে অনাস্থা আনছে তৃণমূল। ১৮ জুলাই সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা আনার প্রস্তাব ৷ সেই মতো, মঙ্গলবার পুরসভার চেয়ারপার্সনের কাছে আবেদনপত্র জমা দেন ডেপুটি মেয়র।
তৃণমূল তাঁকে কোণঠাসা করতে চাইছে। কিন্তু তৃণমূল বিধায়ক তথা বিধাননগরের মেয়র যেন ‘ভাঙবো তবু মচকাবো না’। অনাস্থা পেশ হলেও আত্মবিশ্বাসী সব্যসাচী ৷ অনাস্থা নিয়ে প্রশ্ন করায় বলেন, ‘১৮ সংগঠনের সমর্থন আছে ৷ যাঁদের জন্য বিদ্যুৎ ভবনে আন্দোলন, তাঁদের সমর্থন আমার সঙ্গে আছে ৷’
advertisement
বিধাননগর পুরসভায় রয়েছে ৪১ টি আসন ৷ এর মধ্যে ৩৯ জন কাউন্সিলরই তৃণমূলের ৷ অনাস্থায় জিততে হলে অন্তত ২১ জনের সমর্থন লাগবে ৷ মেয়রের বিরুদ্ধে অনাস্থা চেয়ে যে আবেদন এ দিন জমা পড়েছে, তার প্রেক্ষিতে পুর কমিশনারের সঙ্গে আলোচনা করে মেয়রকে নোটিস পাঠাবেন চেয়ারপার্সন। তারপর সাত থেকে পনেরো দিনের মধ্যে ভোটাভুটির দিন ঠিক করতে হবে।