এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ”২ অক্টোবর আমাদের ধর্না ছিল দিল্লিতে, রামলীলা ময়দান আমরা চেয়েছিলাম। এখন দিল্লি পুলিশ সেটি নাকচ করে দিয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আমরা রামলীলা ময়দানটা চাইছি। ২ অক্টোবর সভা হবে। ২৩ অগাস্ট আমরা সেইগুলো জমা দিয়েছিলাম। দিল্লি পুলিশ আচমকা ২৮ অগাস্ট জানিয়ে দিয়েছে আগে থেকে বুকিং শুরু করা উচিত ছিল। আগে থেকে বুকিং হয়ে গিয়েছে। তাই আপনাদের দেওয়া যাবে না।”
advertisement
আরও পড়ুন: মহাকাশে গিয়েছিল পথকুকুর লাইকা, কী হয়েছিল তার? ৩৫ বছর পর জানা যায় ভয়ঙ্কর সত্য
কুণাল ঘোষের সংযোজন, ”মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা, তাদের আটকানোর জন্য ধর্নার অনুমতি দিল্লি পুলিশ বাতিল করে দিল। এটা বিজেপি বাতিল করল। এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এর প্রতিবাদে খুব শীঘ্রই কী কর্মসূচি তা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় শীঘ্রই জানাবেন।”
আরও পড়ুন: নীল আর্মস্ট্রং কি সত্যিই চাঁদে গিয়েছিলেন? রহস্যের সেই অভিযান নিয়ে প্রকাশ্যে মারাত্মক তথ্য
কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে রয়েছে দিল্লি পুলিশ। স্বভাবতই, পুলিশের অনুমতি না দেওয়ার নেপথ্যে বিজেপির ‘ষড়যন্ত্র’ দেখছেন তৃণমূলের নেতারা। তাঁদের বক্তব্য, বিজেপি আসলে ভয় পেয়ে গিয়েছে। তাই বাংলার আন্দোলন রুখে দিতে পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করছে।