রাজ্য স্তরে দলের প্রবীণ নেতা, সাংসদ ও মন্ত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাস্থ্যক্ষেত্রের মহীরূহ এবং ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করেছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের হাতে “উন্নয়নের পাঁচালি” তুলে দিয়েছেন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সাংসদ বাপি হালদার দেখা করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু প্রখ্যাত কবি জয় গোস্বামী ও শ্রীজাতর হাতে রিপোর্ট কার্ডটি তুলে দিয়েছেন। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সাংসদ সাজদা আহমেদ বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
advertisement
ফুটবলার সুব্রত ভট্টাচার্য ও মেহতাব হোসেন এই রিপোর্ট কার্ড গ্রহণ করেছেন মনোজ তিওয়ারি ও সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। অন্যদিকে, সাংসদ নাদিমুল হক দেখা করেছেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর সঙ্গে এবং মন্ত্রী অরূপ রায় ও সাংসদ সায়নী ঘোষ এটি তুলে দিয়েছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে।
এই উদ্যোগের মাধ্যমে বাংলার সংস্কৃতি, স্বাস্থ্য ও ক্রীড়া জগতের ব্যক্তিত্বদের কাছে এক সুশৃঙ্খল উপায়ে পৌঁছানোর লক্ষ্য রাখা হয়েছে। এখন এই কর্মসূচি জেলাস্তরেও বিস্তৃত করা হচ্ছে। প্রতিটি জেলার নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে, নিজ নিজ এলাকার যে ব্যক্তিরা নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, এমন বিশিষ্ট ব্যক্তিত্ব ও প্রভাবশালীদের চিহ্নিত করে তাঁদের সঙ্গে দেখা করার এবং তাঁদের হাতে “উন্নয়নের পাঁচালি” বক্স ও মুখ্যমন্ত্রীর চিঠি তুলে দেওয়ার।
যেমন নৈহাটিতে বিখ্য়াত সঙ্গীতশিল্পী রাঘব চট্টোপাধ্য়ায়ের হাতে রিপোর্ট কার্ড তুলে দিয়েছেন সাংসদ পার্থ ভৌমিক এবং বিধায়ক সনত দে, বিখ্য়াত ফুটবলার বাইচুং ভুটিয়ার হাতে শিলিগুড়িতে রিপোর্ট কার্ড তুলে দিয়েছেেন এসজেডিএ চেয়ারপার্সন দিলীপ দুগার।
