দলের এক নেতা জানাচ্ছেন, বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার মানুষ যেভাবে আগ্রহ দেখিয়ে ভবনে এসে বায়োডাটা জমা দিয়ে যাচ্ছেন তাতে দলের প্রতি ও মমতা বন্দোপাধ্যায়ের প্রতি যে তাদের আগ্রহ রয়েছে তা এক প্রকার পরিষ্কার। তবে শাসক দলকে তা নিয়েও কটাক্ষ করেছে বিজেপি৷ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'ওটা একটা প্রাইভেট কোম্পানিতে পরিণত হয়েছে। ওখানে পিসি-ভাইপো শেষ কথা। ফলে ওসব বায়োডাটা নিয়ে কিছু হবে না।'
advertisement
নদীয়ার পলাশীপাড়া থেকে বায়োডাটা জমা দিতে এসেছেন এক ব্যক্তি। তিনি অবশ্য বলছেন, 'আমি আগে কংগ্রেস করতাম৷ এখন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে প্রার্থী বাছাই করা হচ্ছে। তাই জমা দিয়ে গেলাম।' দলের এক শীর্ষ নেতা জানাচ্ছেন, সবটাই যে স্বচ্ছতার সাথে করা হচ্ছে সেটা বোঝাতেই এই উদ্যোগ।' তবে শুধু বায়োডাটা জমা নেওয়া নয়। ভবনে রাখা হচ্ছে আরও তিনটি বক্স। একটিতে জমা নেওয়া হচ্ছে ইলেকশন বন্ড। একটাতে জমা নেওয়া হচ্ছে যদি কেউ নির্বাচনী তহবিলে স্ব-ইচ্ছায় নগদ অর্থ জমা দিতে চান তিনি জমা দিতে পারেন। একটিতে জমা নেওয়া হচ্ছে ইলেকশন চেক। মোট ৪টি বক্স এখন ভবনে রাখা হয়েছে৷ একাধিক ব্যক্তি অবশ্য ভোটে দাঁড়ানোর ইচ্ছে নিয়ে ভবনমুখো হচ্ছেন প্রতিদিন।।