২২ জানুয়ারি হবে মিছিল গোটা রাজ্যে। রাজ্যের ২ কোটি ২০ লক্ষের বেশি মহিলা ভোট অটুট থাকবে চ্যালেঞ্জ তৃণমূলের। তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, পাঁচালি মানে পাঁচ জনের সামনে বসে পাঠ। মহিলারা বরাবর পাঁচালি পাঠ করে এসেছেন। বিগত কয়েক বছরের উন্নয়নকে সামনে রেখে এই পাঁচালি রচনা হয়েছে। যা নিয়ে পাড়ায় পাড়ায় পাঠ করবেন মহিলা সংগঠনের নেতৃত্বরা। হাতে থাকবে হ্যান্ড মাইক। সেখানেই পাঁচালি পাঠ হবে। এছাড়া চাটাই বৈঠক, পাড়ায় পাড়ায় সংযোগের মতো বিষয়ও সংযুক্ত থাকবে।
advertisement
আরও পড়ুন– রাজ্যে জাঁকিয়ে শীত কবে ? থাকছে ঘন কুয়াশার সতর্কতা
মহিলা সংগঠনের নেত্রী শশী পাঁজা বলেন, ভোট আসলেই দল মহিলাদের উন্নয়নের কথা বলে প্রচার করে না। আমরা সারাবছর মানুষের পাশে থাকি। বছরভর মানুষের জন্য যে কাজ করা হয়েছে। সেটিকেই মানুষের কাছে এই কর্মসূচীর মাধ্যমে নিয়ে যাওয়া হবে।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলা সংগঠনের নেতা-কর্মীরা হাজির ছিলেন এই অনুষ্ঠানে। বিগত বেশ কয়েক বছর ধরে দেখা গিয়েছে রাজ্যের মহিলা ভোটের বড় অংশ সমর্থন জুগিয়েছে তৃণমূল কংগ্রেসকে। বিহার বিধানসভা ভোটের পরে সেই অংশে ফাটল ধরাতে তৎপর হয়েছে বিজেপি শিবির। যদিও চন্দ্রিমা-শশীর পাল্টা চ্যালেঞ্জ ভোট অটুট থাকবে, ভোটে সমর্থন আরও বাড়বে। সেই লক্ষ্যেই উন্নয়নের পাঁচালি নিয়ে বাড়ি বাড়ি যাবেন তৃণমূলের মহিলা সংগঠনের কর্মীরা।
