TRENDING:

TMC: মহিলা ভোট অক্ষুণ্ণ রাখার চ্যালেঞ্জ তৃণমূলের, উন্নয়নের পাঁচালি নিয়ে ঘরে ঘরে প্রচারে শাসক দল

Last Updated:

বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের পাঁচালি পাঠ করবেন নেত্রীরা। উন্নয়নের পাঁচালি এই শীর্ষক একটা বই তৈরি করা হয়েছে। মহিলারা সেই বই নিয়ে ঘরে ঘরে যাবেন। বাড়ির অন্দরমহলে যেহেতু মহিলারা সহজে পৌঁছতে পারবেন, তাদের সেই দায়িত্ব দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: তৃণমূলের নজরে মহিলা ভোট। দলীয় কর্মসূচির প্রচারে মহিলা সংগঠনকে বিশেষ দায়িত্ব। গ্রাম-শহর-সহ রাজ্যের সমস্ত ব্লকে প্রচারে মাসব্যাপী তৃণমূল। মুলত মহিলাদের জন্য কী কী উন্নয়নের কাজ করা হয়েছে তার ঢালাও প্রচার। বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের পাঁচালি পাঠ করবেন নেত্রীরা। উন্নয়নের পাঁচালি এই শীর্ষক একটা বই তৈরি করা হয়েছে। মহিলারা সেই বই নিয়ে ঘরে ঘরে যাবেন। বাড়ির অন্দরমহলে যেহেতু মহিলারা সহজে পৌঁছতে পারবেন, তাদের সেই দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এই জনসংযোগ কর্মসূচি। পাড়া বৈঠক, চাটাই বৈঠক করা হবে।
উন্নয়নের পাঁচালি নিয়ে ঘরে ঘরে প্রচারে শাসক দল
উন্নয়নের পাঁচালি নিয়ে ঘরে ঘরে প্রচারে শাসক দল
advertisement

আরও পড়ুন-মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

২২ জানুয়ারি হবে মিছিল গোটা রাজ্যে। রাজ্যের ২ কোটি ২০ লক্ষের বেশি মহিলা ভোট অটুট থাকবে চ্যালেঞ্জ তৃণমূলের। তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, পাঁচালি মানে পাঁচ জনের সামনে বসে পাঠ। মহিলারা বরাবর পাঁচালি পাঠ করে এসেছেন। বিগত কয়েক বছরের উন্নয়নকে সামনে রেখে এই পাঁচালি রচনা হয়েছে। যা নিয়ে পাড়ায় পাড়ায় পাঠ করবেন মহিলা সংগঠনের নেতৃত্বরা। হাতে থাকবে হ্যান্ড মাইক। সেখানেই পাঁচালি পাঠ হবে। এছাড়া চাটাই বৈঠক, পাড়ায় পাড়ায় সংযোগের মতো বিষয়ও সংযুক্ত থাকবে।

advertisement

আরও পড়ুন– রাজ্যে জাঁকিয়ে শীত কবে ? থাকছে ঘন কুয়াশার সতর্কতা

মহিলা সংগঠনের নেত্রী শশী পাঁজা বলেন, ভোট আসলেই দল মহিলাদের উন্নয়নের কথা বলে প্রচার করে না। আমরা সারাবছর মানুষের পাশে থাকি। বছরভর মানুষের জন্য যে কাজ করা হয়েছে। সেটিকেই মানুষের কাছে এই কর্মসূচীর মাধ্যমে নিয়ে যাওয়া হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
মেদিনীপুরের কেন্দ্রস্থলে থাকা রেলগেট নিত্যযাত্রীদের ভোগাচ্ছে! উঠল সাবওয়ে নির্মাণের দাবি
আরও দেখুন

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলা সংগঠনের নেতা-কর্মীরা হাজির ছিলেন এই অনুষ্ঠানে। বিগত বেশ কয়েক বছর ধরে দেখা গিয়েছে রাজ্যের মহিলা ভোটের বড় অংশ সমর্থন জুগিয়েছে তৃণমূল কংগ্রেসকে। বিহার বিধানসভা ভোটের পরে সেই অংশে ফাটল ধরাতে তৎপর হয়েছে বিজেপি শিবির। যদিও চন্দ্রিমা-শশীর পাল্টা চ্যালেঞ্জ ভোট অটুট থাকবে, ভোটে সমর্থন আরও বাড়বে। সেই লক্ষ্যেই উন্নয়নের পাঁচালি নিয়ে বাড়ি বাড়ি যাবেন তৃণমূলের মহিলা সংগঠনের কর্মীরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: মহিলা ভোট অক্ষুণ্ণ রাখার চ্যালেঞ্জ তৃণমূলের, উন্নয়নের পাঁচালি নিয়ে ঘরে ঘরে প্রচারে শাসক দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল