কলকাতা: আইপ্যাকের অফিসে ইডির হানার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে শুক্রবার সকালে ধর্নায় বসলেন তৃণমূল সাংসদরা। কিন্তু পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ তোলা হয় তৃণমূলের পক্ষ থেকে। স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে থেকে চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয় তাঁদের। ঘটনায় দিল্লি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সাংসদরা।
advertisement
আইপ্যাকের অফিসে ইডির হানার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে ধর্নায় বসলেন তৃণমূল সাংসদরা। শুক্রবার সকালে পোস্টার, প্ল্যাকার্ড হাতে দফতরের সামনে হাজির হন ৮ তৃণমূল সাংসদ। স্বরাষ্ট্র মন্ত্রকের সামনেই বসে পড়েছেন তাঁরা। পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় তৃণমূল সাংসদদের।
এদিকে, বৃহস্পতিবার আইপ্যাকের দফতরে ঠিক কী হয়েছিল? ইডির কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার বেলা ১২টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য দিকে, এ দিনই ইডির হানার প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির হানার প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর দু’টোয় যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হবে তৃণমূলের মিছিল। নেতৃত্বে থাকবেন মমতা। মিছিল শেষ হবে হাজরা মোড়ে।
এদিকে, প্রতীক জৈনের বাড়িতে গতকাল ডিসি সাউথ পৌঁছোনোর পর ইডি আধিকারিকদের সাথে তিনি যখন কথা বলছিলেন, পুরো বিষয়টি ভিডিও করে রাখা হয়েছে ইডির তরফে । সেই ভিডিও ইতিমধ্যেই দিল্লির সদর দফতরে উচ্চ পদস্থ আধিকারিক ও লিগ্যাল সেলের কাছে পাঠানো হয়েছে।
