TRENDING:

TMC: পার্থ-পর্বে বিরাট রদবদল, সংগঠনে আমূল পরিবর্তন তৃণমূলের! বাদ বড় বড় নাম

Last Updated:

TMC: উল্লেখযোগ্যভাবে বাদ পড়লেন তৃণমূল নেতা পার্থ ভৌমিক, কোচবিহারের পার্থ প্রতিম রায়। হুগলিতেও বদল হল। সংগঠনে একাধিক বদল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে এমনিতেই চরম বেকায়দায় দল। এই পরিস্থিতিতে মন্ত্রিসভার রদবদল নিয়ে যেমন আগ্রহ রয়েছে, তেমনই তৃণমূলের সাংগঠনিক বদল নিয়েও কানাঘুষো চলছিল। সেই রদবদল অবশেষে করল তৃণমূল নেতৃত্ব। বদল করা হয়েছে একাধিক জেলা সভাপতিকে। সেইসঙ্গে কয়েকটি সাংগঠনিক জেলার ক্ষেত্রে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছে তৃণমূল।
বিরাট পরিবর্তন তৃণমূলে
বিরাট পরিবর্তন তৃণমূলে
advertisement

উল্লেখযোগ্যভাবে বাদ পড়লেন তৃণমূল নেতা পার্থ ভৌমিক, কোচবিহারের পার্থ প্রতিম রায়। হুগলিতেও বদল হল উল্লেখযোগ্য ভাবে। সংগঠনে একাধিক বদল নিয়ে চরম আলোচনা চলছে জেলাস্তরে। বিভিন্ন জেলা সংগঠনে বদল আনা হল পার্থ চট্টোপাধ্যায় ইস্যুর মধ্যেই। উল্লেখযোগ্য ভাবে বদল কোচবিহার, হুগলি, উত্তর ২৪ পরগণা জেলায়। পশ্চিম বর্ধমান জেলা সভাপতি ছিলেন বিধান উপাধ্যায়।তাকে সরানো হল।

advertisement

আরও পড়ুন: বিরাট খবর, রাজ্যে আরও ৭ নতুন জেলা! ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

একাধিক সাংগঠনিক জেলায় দলের সভাপতি পদে মহিলা মুখকে দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেমন দার্জিলিংয়ের দুটি সাংগঠনিক জেলা কমিটি করেছে তৃণমূল। পাহাড়ের সভাপতি করা হয়েছে রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রিকে। আর দার্জিলিংয়ের সমতলে সভাপতির দায়িত্বে ছিলেন পাপিয়া ঘোষ। তাঁকেই রেখে দেওয়া হল।

advertisement

আরও পড়ুন: এসএসসি বিক্ষোভ হতে পারে নবান্নে, হাওড়া পুলিশকে সতর্ক করল গোয়েন্দা দফতর

উত্তর ২৪ পরগণা বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি বদল। নয়া সভাপতি কাকলি ঘোষ দস্তিদার। এই দায়িত্বে ছিলেন অশনি মুখোপাধ্যায়।

বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান ছিলেন শঙ্কর দত্ত। নয়া দায়িত্বে আনা হল শ্যামল রায়কে। বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি ছিলেন গোপাল শেঠ। নয়া দায়িত্বে আনা হল বিশ্বজিৎ দাসকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

উত্তর দিনাজপুর চেয়ারম্যান ছিলেন সত্যজিৎ বর্মণ। নয়া চেয়ারম্যান হলেন শচীন সিংহ রায়। দক্ষিণ দিনাজপুর সভাপতি ছিলেন উজ্জ্বল বসাক। নয়া সভাপতি হলেন মৃণাল সরকার। বাঁকুড়া সাংগঠনিক জেলার চেয়ারম্যান ছিলেন শ্যামল সাঁতরা। নয়া চেয়ারম্যান হলেন মানিক মিত্র। নদীয়া - রাণাঘাট সাংগঠনিক জেলা সভাপতি ছিলেন রত্না ঘোষ কর। নয়া সভাপতি হলেন দেবাশিষ গঙ্গোপাধ্যায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: পার্থ-পর্বে বিরাট রদবদল, সংগঠনে আমূল পরিবর্তন তৃণমূলের! বাদ বড় বড় নাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল