ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা কলকাতায় ভিড় করতে শুরু করেছেন ৷ কর্মী সমর্থকদের মধ্যে রবিবারের এই সভা নিয়ে আগ্রহ তুঙ্গে ৷ লোকসভার প্রচার মঞ্চ থেকে মমতা কী বার্তা দেন, সেদিকে নজর রাজনৈতিকমহলেরও ৷ কিন্তু, তৃণমূল সূত্রের খবর, আরও বড় চমক এদিন দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কালীঘাটের দলীয় কার্যালয়ের বদলে, ব্রিগেডের মঞ্চ থেকেই তিনি লোকসভার ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করবেন! শুধু তাই নয়,অসমের ৪ কেন্দ্র, উত্তরপ্রদেশের ১ ও মেঘালয়ের ১ কেন্দ্রেও প্রার্থী ঘোষণা হতে পারে এদিন।
advertisement
আরও পড়ুন: পুলিশকর্তা থেকে বিধায়ক, আজ তৃণমূলে যোগ দেবেন কারা? চমকে দেওয়া খবর ঘাসফুল শিবিরে
শাসক দলের তরফে দাবি করা হয়েছে, রবিবার ব্রিগেডের মঞ্চে একসঙ্গে ৬০০ জন তৃণমূল নেতা উপস্থিত থাকবেন ৷ এদিন তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেছেন,”ব্রিগেডের সভা যদি ট্রেলার হয়, গোটা সিনেমাটা এখন বাকি এখনও বাকি আছে ৷ বিনা যুদ্ধে কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়া হবে না ৷”
আরও পড়ুন: দুই মুখকে বিশেষ দায়িত্ব ব্রিগেডে! কারা তাঁরা? অলিখিত বার্তা দিয়ে দিলেন মমতা-অভিষেক
তৃণমূল সূত্রে খবর, এবারের প্রার্থী তালিকায় চমক থাকছে একাধিক। তৃণমূলের ব্রিগেড সমাবেশের মঞ্চে একাধিক যোগদান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাক্তন পুলিশ কর্তা থেকে বিধায়ক, একাধিক বিশিষ্ট ব্যক্তি আজ ব্রিগেডে তৃণমূলে যোগ দেবেন। তৃণমূল সূত্রে এমনটাই খবর। আরও জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া ১০ জন বক্তব্য রাখবেন। বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বও বক্তব্য রাখবেন। তবে, সব নজর থাকবে মূলত তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরেই।