১০০ দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্র নয়, বরং রাজ্য দিয়েছে ৷ তা নিয়ে আগামী দিনে জেলায় জেলায় ব্লকে ব্লকে প্রচার করতে হবে সেই নির্দেশও দিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের মঞ্চ থেকে। এদিন দুপুর ১২.৩০ টা থেকে ১ টা-র মধ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড পৌঁছানোর কথা। একাধিক চমক এদিনের সভাকে কেন্দ্র করে থাকতে পারে বলেও রাজনৈতিক মহলের খবর। রাজনৈতিক মহলের মতে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, বিরোধীরা লাগাতার ইস্যু করছে এই দুর্নীতিকেই। সেক্ষেত্রে লোকসভা নির্বাচন এর প্রচারের ইস্যু হবে, রাজ্য সরকারের তরফে নেওয়া বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্প ও তার সুবিধা রাজ্য জুড়ে কত মানুষ পাচ্ছেন, তার তথ্য তুলে ধরে ব্লকে ব্লকে প্রচার করার নির্দেশ দেওয়া হতে পারে এই মঞ্চ থেকে বলেই মনে করা হচ্ছে।
advertisement
পাশাপাশি সন্দেশখালি নিয়ে লাগাতার বিরোধীরা কড়া আক্রমণ করেছে রাজ্যের শাসক দল কে। অন্যদিকে বৃহস্পতিবার সেই সন্দেশখালি থেকেই আসা মহিলারা যোগ দিয়েছেন বৃহস্পতিবারের তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিলে। যে মিছিলে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে তাই রবিবার ব্রিগেডের দিকেই নজর গোটা রাজ্য – রাজনীতির।