TRENDING:

BJP-TMC: 'বিজেপি নিজের রাজ্যে লুম্পেনরাজকে নিজেরাই সার্টিফিকেট দিচ্ছে', ত্রিপুরার ঘটনায় বিজেপিকে তুলোধোনা তৃণমূলের

Last Updated:

BJP TMC: বিজেপি নিজের রাজ্যে লুম্পেনরাজকে নিজেরাই সার্টিফিকেট দিচ্ছে এমন ভাষাতেই ত্রিপুরার ঘটনায় তুলোধোনা তৃণমূলের। শশী পাঁজা এদিন কটাক্ষ করে বলেন দলীয় পদাধিকারী থেকে জনপ্রতিনিধিদের পাঠিয়ে ভাঙচুর চালানো হয় তৃণমূল কংগ্রেসের সদর দফতর। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিজেপি নিজের রাজ্যে লুম্পেনরাজকে নিজেরাই সার্টিফিকেট দিচ্ছে এমন ভাষাতেই ত্রিপুরার ঘটনায় তুলোধোনা তৃণমূলের। শশী পাঁজা এদিন কটাক্ষ করে বলেন, “দলীয় পদাধিকারী থেকে জনপ্রতিনিধিদের পাঠিয়ে ভাঙচুর চালানো হয় তৃণমূল কংগ্রেসের সদর দফতর। কার্যত বিজেপি নিজের রাজ্যেই যে নিরাপত্তাহীনতায় ভুগছে, তা প্রমাণিত মঙ্গলবারের ত্রিপুরার বনমালীপুরের হামলার ঘটনায়”।
বিজেপি নিজের রাজ্যে লুম্পেনরাজকে নিজেরাই সার্টিফিকেট দিচ্ছে এমন ভাষাতেই ত্রিপুরার ঘটনায় বিজেপিকে তুলোধোনা তৃণমূলের
বিজেপি নিজের রাজ্যে লুম্পেনরাজকে নিজেরাই সার্টিফিকেট দিচ্ছে এমন ভাষাতেই ত্রিপুরার ঘটনায় বিজেপিকে তুলোধোনা তৃণমূলের
advertisement

আরও পড়ুন: টিকিট আছে, যা ইচ্ছে করব… রাতে ট্রেনে পুরুষ যাত্রীর সঙ্গে যা করলেন মহিলারা, দেখে ঘুম উড়ল সকলের

ছবি দিয়ে সেই হামলাকারী বিজেপি নেতা ও জনপ্রতিনিধিদের তথ্য পেশ করলেন মন্ত্রী শশী পাঁজা ও তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী । সাংবাদিক বৈঠক থেকে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁরা বলেন, ‘ত্রিপুরা এখন পরিণত হয়েছে এক সন্ত্রাসের নাট্যমঞ্চে। এখানে জঙ্গলরাজ-ই নিয়মিত ঘটনা। রাজনৈতিক হিংসা হয়ে উঠেছে শাসনের অস্ত্র।’ অভিযোগ, মঙ্গলবার আগরতলায় তৃণমূল কার্যালয়ে পরিকল্পিত হামলা চালায় বিজেপি কর্মীরা। ভাঙচুর করা হয় পার্টি অফিস। লুটপাটেরও অভিযোগ ওঠে।

advertisement

অথচ রাজ্যের পুলিশ নির্বিকার। শশী পাঁজা বলেন, ‘যা ঘটেছে, তা শুধু সামাজিক অবক্ষয় নয়, বরং বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনার চরম দৃষ্টান্ত। বিরোধী কণ্ঠস্বর চেপে রাখতে যে আতঙ্কের রাজত্ব কায়েম করা হয়েছে, সেটাই চলছে ত্রিপুরায়।’ তৃণমূলের দাবি, ‘বিজেপি চায় গণতন্ত্রকে স্তব্ধ করে দিতে। একদিকে ‘গণতন্ত্র বাঁচাও’ বলে শ্লোগান দেয়, আর অন্যদিকে গণতন্ত্রের ভিত নষ্ট করে।’ দলের স্পষ্ট বক্তব্য— ‘তৃণমূলের কর্মীদের ভয় দেখিয়ে দমানো যাবে না। বিজেপি পার্টি অফিস জ্বালাতে পারে, পোস্টার ছিঁড়তে পারে, কিন্তু আমাদের প্রতিরোধের মনোভাব মুছে ফেলতে পারবে না।’

advertisement

আরও পড়ুন: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! লাইন থেকে ছিটকে দলা পাকিয়ে গেল চলন্ত ট্রেনের ৩৬টি কামরা, কানফাটা শব্দে ছুটে এলেন সকলে

শশী-অরূপের স্পষ্ট বার্তা, ‘তৃণমূল কংগ্রেস গড়ে উঠেছিল স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে। গণতন্ত্র যখনই বিপন্ন হয়েছে, আমরা লড়াই করেছি। এবারও ব্যতিক্রম হবে না।’ তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী স্পষ্ট দাবি করেন, এটা বিজেপির সার্টিফায়েড লুম্পেন রাজ। কারণ আমরা আমাদের সংশাপত্র নিজেরা সেলফ অ্য়াটেস্টেট করি। বিজেপি নিজেদের লুম্পেনরাজকে নিজেরাই অ্যাটাস্টেট করেছে। কে কে করেছেন? প্রথম নাম ভিকি প্রসাদ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুলিশ কর্মীদের মানবিক উদ্যোগ, বানিয়ে ফেললেন আস্ত স্কুল! এবার মিড ডে মিল নিয়েও বড় পরিকল্পনা
আরও দেখুন

নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে ভাঙচুর করছেন। দ্বিতীয়, একজন জনপ্রতিনিধি নির্বাচিত বিধায়ক আইনসভার সদস্য হন। আইনসভার সদস্যের কাজ আইন প্রণয়ন করা। আইনসভার সদস্য যখন আইন হাতে তুলে আইন ভাঙেন তখন তাঁকে বলা হয় লুম্পেন। তিনি বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব । নিজে উপস্থিত থেকে নিজে ভাঙচুর করাচ্ছেন। তৃতীয়, অসীম ভট্টাচার্য । সদর জেলা সভাপতি। ইনিও নিজে দাঁড়িয়ে থেকে ভাঙচুরে মদত দিচ্ছেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP-TMC: 'বিজেপি নিজের রাজ্যে লুম্পেনরাজকে নিজেরাই সার্টিফিকেট দিচ্ছে', ত্রিপুরার ঘটনায় বিজেপিকে তুলোধোনা তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল