TRENDING:

Abhishek Banerjee Push Up Video: পর পর পুশ আপ, চার কিলোমিটার মিছিলে হাঁটার পর অন্য অবতারে অভিষেক! ভাইরাল ভিডিও

Last Updated:

কিছুদিন আগে জিম করার ফাঁকে একটি সেলফি তুলে নিজের সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বরাবরই তিনি শরীর সচেতন৷ কলকাতা পুলিশের ম্যারাথনে দৌড় থেকে শুরু করে জিম করার ফাঁকে তোলা তাঁর সেলফি সমাজমাধ্যমে ঝড় তুলেছিল৷ এবার সামনে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুশ আপের বুক ডনের ভিডিও৷
অভিষেকের ফিটনেসে চমকে গেলেন দর্শকও৷
অভিষেকের ফিটনেসে চমকে গেলেন দর্শকও৷
advertisement

মঙ্গলবার কলকাতায় উদ্যোগপতি এবং তরুণ ব্যবসায়ীদের সঙ্গে একটি আলাপচারিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক৷ সেই অনুষ্ঠানের ফাঁকেই উপস্থিত কয়েকজন তরুণ উদ্যোগপতির সঙ্গে মঞ্চে উঠে বুক ডন অথবা পুশ আপ দেন তিনি৷ কয়েক মিনিটের শারীরিক কসরতে মঞ্চে থাকা অন্যান্যদের টেক্কাই দেন অভিষেক৷

প্রসঙ্গত এ দিনই কলকাতায় এসআইআর বিরোধি মিছিলে ধর্মতলা থেকে জোড়াসাঁকো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় চার কিলোমিটার রাস্তা হাঁটেন অভিষেক৷ মিছিল শেষে বক্তব্যও রাখেন৷ এর পর সন্ধ্যায় বালিগঞ্জে ওই অনুষ্ঠানে যান তিনি৷

advertisement

কিছুদিন আগে জিম করার ফাঁকে একটি সেলফি তুলে নিজের সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ অভিষেককে পেশিবহুল সেই অবতারে দেখে চমকে গিয়েছিলেন অনেকেই৷ রীতিমতো ভাইরাল হয়েছিল তাঁর সেই ছবি৷ এবার অভিষেকের একটানা বুক ডন দেওয়ার ভিডিও দেখেও চমকে গিয়েছেন অনেকে৷ অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন, অভিষেকের শারীরিক সক্ষমতা দেখে করতালি দিয়ে অভিবাদন জানান তাঁরাও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তিন দিনের জমাটি ফুটবল ম্যাচ! ১৬টি দল টোপকে সেরা ভালুকতোড়, রয়েছে আকর্ষণীয় পুরস্কার
আরও দেখুন

তৃণমূল নেতারাও স্বীকার করে নেন, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করেছেন অভিষেক৷ রাজনীতির ব্যস্ততার মধ্যেও সমসাময়িক অন্যান্য বিষয়েও সমান ভাবে আগ্রহী তিনি৷ বিশেষত তরুণ প্রজন্মের রাজনীতিবিদ হওয়ায় কম বয়সিদের মধ্যে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর বিষয়েও মনযোগী অভিষেক৷ অতীতেও তাঁর প্রমাণ মিলেছে৷ শরীর চর্চার প্রতি তাঁর এই বিশেষ নজরও সেই প্রচেষ্টারই অঙ্গ বলে মনে করেন অভিষেক ঘনিষ্ঠ নেতারা৷ এই কারণেই সর্বভারতীয় স্তরের রাজনীতিতেও তাঁর গ্রহণযোগ্যতা ক্রমেই বেড়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee Push Up Video: পর পর পুশ আপ, চার কিলোমিটার মিছিলে হাঁটার পর অন্য অবতারে অভিষেক! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল