TRENDING:

পশ্চিমবঙ্গের উপর দিয়েও কি বয়ে যাবে তিতলি ? কী জানাচ্ছেন আবহাওয়াবিদরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: 'তিতলি' আতঙ্কেই এখন দিন কাটছে প্রত্যেকের। একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কবে কখন কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় তিতলি ? শরতে রোদের খেলা ঢেকে দিল কালো মেঘ। বোধনের আগেই তাণ্ডব শুরু তিতলির। তার ফলে গতকাল বুধবার থেকে ধরলে, টানা পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। কিছুটা বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। তবে ষষ্ঠী থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement

উপগ্রহ চিত্রে যা দেখা যাচ্ছে, ইতিমধ্যেই আরও শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড় 'তিতলি'। শেষ কয়েক ঘণ্টায় উত্তর দিকে অগ্রসর হয়েছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। যার ফলেই জোরালো হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে 'তিতলি'র আছড়ে পড়ার সম্ভাবনা। প্রাথমিকভাবে দেখা গিয়েছিল, ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে উত্তর-পশ্চিম দিকে। উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় 'তিতলি' ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে বলে জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। কিন্তু, গত কয়েক ঘণ্টায় উত্তর দিকে অগ্রসর হয়েছে তিতলি। যার ফলেই আবহাওয়াবিদদের কপালে চিন্তার ভাঁজ। মনে করা হচ্ছে, এভাবে অগ্রসর হলে যেকোনও সময় পশ্চিমবঙ্গের উপকূলেই আছড়ে পড়বে শক্তিশালী এই ঘূর্ণিঝড়। ১৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। বৃহস্পতিবার ভোর থেকেই ওড়িশার গোপালপুরে তিতলির দাপট চলছে ৷ ১৪০-১৫০ কিমি বেগে আছড়ে পড়েছে তিতলি ৷ প্রবল হাওয়ায় সমুদ্রে জলোচ্ছ্বাস ৷ শুরু হয়েছে ভারী বৃষ্টি ৷ ওড়িশার পর অন্ধ্র উপকূলেও আছড়ে পড়ল তিতলি ৷ উত্তর অন্ধ্রের পালাসায় চলছে তিতলির দাপট !

advertisement

নামেই তিতলি। আসলে তার ক্ষমতা ভয়ানক। ঘূর্ণিঝড় ওড়িশা ও অন্ধ্রের দিকে সরে গেলেও, পুজোর আগে প্রজাপতির ডানার ঝাপটা লাগবে এরাজ্যেও। আলিপুর আবহাওয়া দফতরের ডিডিজিএম সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বুধবার জানিয়েছিলেন, উত্তরপূর্বে বাঁক নেবে তিতলি, গাঙ্গেয়-পশ্চিমবঙ্গে ধাক্কা মারবে ৷

advertisement

বুধবার থেকে পঞ্চমী। টানা পাঁচদিন তিতলি যে ভোগাবে তার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। প্রকৃতির খেয়ালে কি দফারফা হবে থিমের? পুজোকর্তাদের কপালে গভীর হচ্ছে আশঙ্কার ভাঁজ। তড়িঘড়ি শুরু হয়েছে প্যান্ডেল বাঁচানোর প্রস্তুতি।

১০ অক্টোবর

- হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায়

advertisement

১১ অক্টোবর

- ভারী থেকে অতি ভারী বৃষ্টি মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

১২ অক্টোবর

- কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভারী বৃষ্টি

১৩ অক্টোবর

- কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি

১৪ অক্টোবর

- কমবে বৃষ্টি

সেরা ভিডিও

আরও দেখুন
ভাটিয়ালির সুরে ভাসছে জিয়াগঞ্জ! নিজের শহরের বাউল উৎসবে কী করলেন অরিজিৎ সিং?
আরও দেখুন

পুজোর আগেই এই দুর্যোগ থেকে রেহাই মিলবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তিতলির প্রভাবে বুধবার দিঘার তটে আছড়ে পড়ে প্রবল জলোচ্ছ্বাস। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু, বুধবার কঁথির বাঁকিপুটে নিষেধাজ্ঞা না মেনে সমুদ্রে যান কয়েকজন। নৌকা উলটে একজনের মৃত্যু হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
পশ্চিমবঙ্গের উপর দিয়েও কি বয়ে যাবে তিতলি ? কী জানাচ্ছেন আবহাওয়াবিদরা