জানা গিয়েছে, ৪৮ ঘন্টার মধ্যে শ্বেতপত্র প্রকাশ করবে কেএমআরসিএল।
আপাতত গ্রাউটিংয়ের কাজ চলবে। কাজ যে অংশে হবে, আগে থেকে সেই অংশের বাসিন্দাদের সরানো হবে। এই বিষয়ে জানাতে বলা হয়েছে ৪৮ ঘণ্টা আগে। যাদবপুর বিশ্ববিদ্যালয় বৈঠক করবে কেএমআরসিএল ও নির্মাণকারী সংস্থার সঙ্গে। এদিন সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিমাদ্রি গুহ ও কেএমআরসিএল-এর আধিকারিকরা বৈঠক করেন।
advertisement
শুক্রবার ভোররাতে দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেন ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। আপাতত আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রোর তরফে। ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে রেল বোর্ড এক্সপার্ট টিম পাঠাবে। বিশেষজ্ঞদের একটা টিম আগেই গঠন করেছিল নির্মাণকারী সংস্থা। আপাতত স্থির হয়েছে, জল ঢোকা বন্ধ করতে লাগাতার গ্রাউটিং চালিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন: নিকষ কালো মেঘে ঢাকছে আকাশ, তুমুল বৃষ্টির আশঙ্কা ৩ জেলায়, হলুদ সতর্কতা জারি
আবার যেন ফিরে আসছে সেই দুঃস্বপ্নের প্রহর৷ অথবা দুঃসময় যেন ছাড়তেই চাইছে না বউবাজার, দুর্গা পিতুরি লেনকে৷ শুক্রবার ভোরে ফের ফাটল বউবাজারের একাধিক বাড়িতে বলা হয়েছিল, পুজো মিটলেই কাজ শুরু হবে। সেই মোতাবেক কাজ শুরুও হয়েছিল। সূত্র মারফত জানা যাচ্ছে কেমিক্যাল গ্রাউটিংয়ের কাজ চলছিল। সেই সময় শুক্রবার ভোর চারটে নাগাদ ফের জল ঢোকে। যে বক্স বা চৌবাচ্চা করা আছে সেখানেই জল ঢোকে এবং এখনও পর্যন্ত জল ঢোকা বা বেরনো বন্ধ করা যায়নি। মনে করা হচ্ছে এই কারণেই ফের নতুন করে ফাটল ধরেছে।
ABIR GHOSHAL