TRENDING:

বৌবাজারে বুকভাঙা কান্না, ভাঙা হবে ৭৩-টি বাড়ি, পরবর্তী পরীক্ষার পর সংখ্যা আরও বাড়বে

Last Updated:

৪৮ ঘন্টার মধ্যে শ্বেতপত্র প্রকাশ করবে কেএমআরসিএল। আপাতত গ্রাউটিংয়ের কাজ চলবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বৌবাজারে শুধুই হতাশা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিমাদ্রি গুহ জানালেন, পরীক্ষা করে দেখা গিয়েছে বৌবাজারের বিভিন্ন অংশে মোট ৭৩-টি বাড়ি ভাঙতে হয়ে। এরমধ্যে, মদন দত্ত লেন ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়ি, যেখানে আজ ফাটল দেখা দিয়েছে, সেগুলি পড়ছে না। এই এলাকার বাড়ি পরীক্ষা করে দেখার পর সংখ্যাটা আরও বাড়বে।''
advertisement

জানা গিয়েছে, ৪৮ ঘন্টার মধ্যে শ্বেতপত্র প্রকাশ করবে কেএমআরসিএল।

আপাতত গ্রাউটিংয়ের কাজ চলবে। কাজ যে অংশে হবে, আগে থেকে সেই অংশের বাসিন্দাদের সরানো হবে। এই বিষয়ে জানাতে বলা হয়েছে ৪৮ ঘণ্টা আগে। যাদবপুর বিশ্ববিদ্যালয় বৈঠক করবে কেএমআরসিএল ও নির্মাণকারী সংস্থার সঙ্গে। এদিন সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিমাদ্রি গুহ ও কেএমআরসিএল-এর আধিকারিকরা বৈঠক করেন।

advertisement

আরও পড়ুন: ফের বউবাজারে ফাটল-আতঙ্ক, আপাতত বন্ধ রাখা হল মেট্রোর কাজ, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত

শুক্রবার ভোররাতে দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেন ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। আপাতত আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রোর তরফে। ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে রেল বোর্ড এক্সপার্ট টিম পাঠাবে। বিশেষজ্ঞদের একটা টিম আগেই গঠন করেছিল নির্মাণকারী সংস্থা। আপাতত স্থির হয়েছে, জল ঢোকা বন্ধ করতে লাগাতার গ্রাউটিং চালিয়ে যাওয়া হবে।

advertisement

আরও পড়ুন: নিকষ কালো মেঘে ঢাকছে আকাশ, তুমুল বৃষ্টির আশঙ্কা ৩ জেলায়, হলুদ সতর্কতা জারি

আবার যেন ফিরে আসছে সেই দুঃস্বপ্নের প্রহর৷ অথবা দুঃসময় যেন ছাড়তেই চাইছে না বউবাজার, দুর্গা পিতুরি লেনকে৷ শুক্রবার ভোরে ফের ফাটল বউবাজারের একাধিক বাড়িতে বলা হয়েছিল, পুজো মিটলেই কাজ শুরু হবে। সেই মোতাবেক কাজ শুরুও হয়েছিল। সূত্র মারফত জানা যাচ্ছে কেমিক্যাল গ্রাউটিংয়ের কাজ চলছিল। সেই সময় শুক্রবার ভোর চারটে নাগাদ ফের জল ঢোকে। যে বক্স বা চৌবাচ্চা করা আছে সেখানেই জল ঢোকে এবং এখনও পর্যন্ত জল ঢোকা বা বেরনো বন্ধ করা যায়নি। মনে করা হচ্ছে এই কারণেই ফের নতুন করে ফাটল ধরেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ABIR GHOSHAL

বাংলা খবর/ খবর/কলকাতা/
বৌবাজারে বুকভাঙা কান্না, ভাঙা হবে ৭৩-টি বাড়ি, পরবর্তী পরীক্ষার পর সংখ্যা আরও বাড়বে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল