অভিযান চলাকালীন টিকিট অনিয়মের মোট ৬০৬টি ঘটনা সনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৩৭৪টি ঘটনা টিকিট ছাড়া ভ্রমণ। জরিমানা এবং অপরাধীদের উপর আরোপিত জরিমানা থেকে ২,১২,৩৮৫ টাকা আয় হয়েছে। গত কয়েকদিন ধরেই অভিযোগ এসেছে উৎসবের মরসুমে ভিড়কে কাজে লাগিয়ে বিনা টিকিটের যাত্রীদের যাতায়াত বেড়েছে। তাই বিশেষ অভিযান চালানো হয়। এছাড়া মফঃস্বলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনেও হবে এই অভিযান। পূর্ব রেলওয়ে সকল যাত্রীদের অসুবিধা এবং জরিমানা এড়াতে যথাযথ এবং বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করার জন্য আবেদন জানিয়েছে। হাওড়া স্টেশন-সহ পূর্ব রেলওয়ের বিভিন্ন অঞ্চলে টিকিট চেকিং অভিযান জোরদার করা হয়েছে, যার ফলে বিনা টিকিটে যাত্রা বন্ধ করার পাশাপাশি রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে এবং অনেক ক্ষেত্রে জরিমানা করা হয়েছে। ভুয়ো টিকিট পরীক্ষক চিহ্নিত করতে এবং যাত্রীদের প্রতারণা থেকে রক্ষা করতে নতুন পরিচয়পত্র চালু করা হয়েছে।
advertisement