হাসপাতাল নিয়ে কড়া মমতা, অসৎ ব্যবসা চালু থাকলে লাইসেন্স রদ
অনেক দিন থেকেই এই রকম একটা মিটিং করবো ভাবছিলাম। কোথাও-কোথাও এত অবহেলা হচ্ছে, কোথাও এত বেশি টাকা নেওয়া হচ্ছে, রোগী মারা গেলে ঘটি-বাটি বিক্রি করে লোকে বডি ফেরত পাচ্ছে। কখনও তা-ও পাচ্ছে না! ‘এক্সট্রা চার্জ’ এর সমস্যা সব চেয়ে বেশি। তবে রোগীর বাড়ির লোকদের অনুরোধ করব, আইন নিজের হাতে তুলে নেবেন না।
advertisement
মুখ্যমন্ত্রীর অভিযোগ, হাসপাতালের জবাবদিহি
মুখ্যমন্ত্রী: আপনাদের বিরুদ্ধে বিল নিয়ে অনেক অভিযোগ আছে। বাংলাদেশ অভিযোগটা আপনাদের বিরুদ্ধে করেছে। চল্লিশ-পয়তাল্লিশ লক্ষ টাকা বিল! পাঁচতারা হোটেলেও এত খরচ হয় না।
প্রতিনিধি: ইমারজেন্সি থেকে রোগী না-ফেরানোর এবং বিলে স্বচ্ছতার চেষ্টা সব সময় করি। আমরা অনেক জিনিস নিয়ে এসেছি। যেমন রোবটিক সার্জারি, আধুনিক স্ক্যান মেশিন, রেডিওথেরাপি মেশিন, যা পূর্ব ভারতে খুব কম জায়গায় আছে। আমরা জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল হাসপাতাল। তাই কয়েকটি নিয়ম মেনে চলতে হয়। তাই খরচ বেড়ে যায়। বিলের ব্যাপারটা দেখব। ইমার্জেন্সি থেকে কখনও ফেরত পাঠাই না। চাহিদা বেশি তাই বে়ড পেতে সময় লাগে। প্রচুর হাসপাতাল থেকে আমাদের হাসপাতালে ক্রিটিক্যাল অবস্থায় পাঠানো হয়। ফলে চিকিৎসার খরচ বেড়ে যায়।
আমি না হলে কে টুকলি দেবে ভাইকে!
দেওয়াল বেয়ে নেমে এলেন তিনি। ঠিক স্পাইডারম্যান নন, তবে অনেকটা ওই রকমই। —এটা কী করলেন? জানলা দিয়ে পরীক্ষার হলে টুকলি দিলেন দেখলাম। কে তো নিয়েও নিল! লাজুক হেসে বললেন তিনি, ‘‘বুঝলেন, পরিবারে আর কেউ মাধ্যমিক পাশ করেনি। ভাইটা যদি পারে। আর কিছু না, একটা সম্মান!’’
দিল্লির এটিএম থেকে বেরিয়ে এল দু’হাজারি ‘ছেলেখেলার’ নোট
আট হাজার টাকা তুলতে স্টেট ব্যাঙ্কের এটিএমে কার্ড ঢুকিয়েছিলেন রোহিত কুমার। দক্ষিণ দিল্লির সঙ্গম বিহারের সেই এটিএম থেকে বেরিয়ে এল চারটি দু’হাজারি নোট। নোট হাতে নিতেই হতভম্ব রোহিত। নোটের ডান দিকের কোণে অশোকস্তম্ভটাই বিলকুল হাওয়া!
বেসরকারি হাসপাতালে হয়রানি বন্ধে কমিশন
বেসরকারি হাসপাতালগুলির লাগামছুট বিল আর অপ্রয়োজনীয় চিকিৎসার বাড়বাড়ন্ত নিয়ে গত ছ’বছরে সেভাবে প্রকাশ্যে তাঁকে কড়া প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। কিন্তু, বুধবার যখন মুখ খুললেন, সমস্ত জল্পনাকল্পনা উড়িয়ে প্রমাণ করলেন, সাধারণ মানুষের সমস্যা সম্পর্কে তিনি কতটা ওয়াকিবহাল। এদিন দুপুরে টাউন হলে বেসরকারি হাসপাতালের কর্তাদের ডেকে যখন তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তা টিভিতে দেখল সারা রাজ্য, সারা দেশ। এ ঘটনা শুধু ব্যতিক্রমী নয়, বিরলও বটে। কারণ সাম্প্রতিককালে বা সুদূর অতীতেও কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে বৈদ্যুতিন ও প্রিন্ট মিডিয়াকে ডেকে কর্পোরেট হাসপাতালের কর্তাদের তুলোধোনা করতে এভাবে ‘গণ-আদালত’ বসাতে দেখা যায়নি। যেখানে সরকারপক্ষের আইনজীবী ও বিচারক যেন মুখ্যমন্ত্রী নিজেই!
ট্রাম্পের বিদেশি তাড়াও নীতিতে সংকটে পড়বেন ৩ লক্ষ প্রবাসী ভারতীয়, রিপোর্ট
‘এইচ-ওয়ানবি’ ভিসা আইন নিয়ে ট্রাম্প প্রশাসনের নয়া ফরমানে সংকটে মার্কিন মুলুকে কর্মরত প্রায় তিন লক্ষ ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী। যাবতীয় বাধা কাটিয়ে প্রস্তাবিত ফরমান কার্যকর হয়ে গেলে চাকরি খুইয়ে দেশে ফিরে যেতে হবে তাঁদের। নয়তো জেল। মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিওরিটি দপ্তরের দেওয়া একটি বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, প্রস্তাবিত নতুন ভিসা আইনের ফলে যে বিদেশি নাগরিকদের আমেরিকার চাকরি ছেড়ে তাঁদের নিজের নিজের দেশে ফিরে যেতে হবে, তাঁদের কারও ক্ষেত্রেই নিয়মের কোনও ব্যতিক্রম ঘটবে না। দক্ষতা বা অন্য কোনও মাপকাঠিতে রেহাই পাবেন না কেউই।
শিশু পাচারে অভিযুক্ত চন্দনার হোমের ৯ তরুণীরও খোঁজ নেই
শিশু পাচারকাণ্ডে অভিযুক্ত চন্দনা চক্রবর্তীর হোমে থাকা নয়জন তরুণীর হদিশ পাচ্ছে না প্রশাসন। বুধবার জলপাইগুড়ির উপকণ্ঠে দেবনগরের আশ্রয় হোমে জেলা প্রশাসন থেকে তল্লাশি চালানোর পরই এমন চাঞ্চল্যকর তথ্য মিলেছে। এর আগে গত মঙ্গলবার রাতে হোমটিতে প্রশাসন তল্লাশি চালিয়ে দুই ‘কুমারী অন্তসত্ত্বা’কে উদ্ধার করেছে। এদিন ওই হোম থেকে চার নাবালিকাকে উদ্ধার করে অন্যত্র সরানো হয়েছে। প্রশাসনের আশঙ্কা, শিশু পাচারের পাশাপাশি হোম থেকে তরুণীদেরও পাচার করা হয়েছিল। উদ্ধার অবিবাহিত অন্তসত্ত্বা তরুণীদের জলপাইগুড়ি সদর হাসপাতালে ভরতি করা হয়েছে। এদিকে, এদিন শো-কজের জবাব দিয়েছেন জেলা চাইল্ড প্রোটেকশন অফিসার সাস্মিতা ঘোষ। এদিন ধৃত চন্দনা চক্রবর্তী ও সেনালি মণ্ডলকে সিআইডি শিলিগুড়িতে দফায় দফায় জেরা করেছে। কলকাতা থেকে সিআইডি’র পাঁচ জনের টিম এসেছে।
১০০ দিনের কাজে অর্ধেক টাকা পাঠাল কেন্দ্র, সকলের জন্য আধার কার্ড তৈরির নির্দেশ
গত নভেম্বরে একশো দিনের কাজের মজুরি বাবদ এক হাজার কোটি টাকা পাঠানো হবে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক এসএমএসের মাধ্যমে রাজ্য পঞ্চায়েত দপ্তরকে জানিয়েছিল। কিন্তু মাস তিনেক বাদে তারা পাঠাল তার অর্ধেক অর্থাৎ ৫০০ কোটি টাকা। বর্তমানে বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার কোটি টাকার মতো। তা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে জানিয়েও দিয়েছেন রাজ্য পঞ্চায়েত দপ্তরের কর্তারা। সেই সঙ্গে ৩১ মার্চের মধ্যে সব শ্রমিকের আধার কার্ড করার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারা জানিয়েছে, ১ এপ্রিল থেকে আধার কার্ড নম্বর লাগিয়ে পেমেন্ট করতে হবে। সেই মতো প্রত্যেক জেলায় আধার কার্ড তৈরির জন্য রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে নির্দেশ পাঠানো হয়েছে। ৩১ মার্চের মধ্যে যাঁদের আধার কার্ড তৈরি হবে না, তাঁরা কি পেমেন্ট পাবেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যের ৬১ লক্ষ মানুষ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে একশো দিনের কাজে যুক্ত। রাস্তা তৈরি, ড্রেন তৈরি, পুকুর কাটা, গাছ লাগানো, নিকাশি বা সাফাই প্রভৃতি কাজ হয় এই প্রকল্পে।তবে মোদি সরকার আসার পর নানা ধরনের বিধিনিষেধ চালু করেছে। একশো দিনের প্রকল্পের কাজ ঠিকমতো হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা সরজমিনে তদন্ত করে গিয়েছেন।
ফের কাশ্মীর সীমান্তে জহ্গি হামলা, শহিদ ৩ জওয়ান
উরির স্মৃতি উস্কে ফের জম্মু কাশ্মীর সীমান্তে জঙ্গি হামলায় শহিদ হলেন ৩ জওয়ান ৷ জঙ্গিদের বুলেটে আহত ৪ ৷ তার মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক ৷ বৃহস্পতিবার ভোরে জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলায় একটি আর্মি পেট্রোল পার্টিতে হামলা চালায় জঙ্গিরা ৷
বিনিয়োগ টানতে এবার পোল্যান্ড সফরে মুখ্যমন্ত্রী
রাজ্যে বিনিয়োগ টানতে এবার পোল্যান্ড সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্ন সূত্রের খবর, সম্ভবত আগামী ৯ মে তিনি পোল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন ৷ ১০-১২ মে পোল্যান্ডের সিলেসিয়া শহরে আয়োজিত ইউরোপিয়ান ইকনমিক কংগ্রেসে যোগ দেবেন ৷
রাশ টানতে গঠন করা হবে কমিশন
ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বেসরকারি হাসপাতাল ৷ বিশেষ করে তাদের আকাশছোঁয়া বিল এখন সব স্তরের মানুষের কাছেই মাথাব্যথার কারণ ৷ এবার তাই বেসরকারি হাসপাতালের সেই সব কাজকর্মের উপর নজরদারির জন্য কমিশন গড়তে চলেছে রাজ্য সরকার ৷
ট্রাম্পের ফরমানে ত্রস্ত বহু ভারতীয়
১ কোটিরও বেশি বেআইনি শরণার্থীকে দেশ ছাড়া করতে কোমর বেঁধে নামল ট্রাম্প প্রশাসন ৷ আধিকারিকদের হাতে পৌঁছে দেওয়া হল নয়া গাইডলাইন ৷