পোয়েজের প্রাসাদ থেকে জেল কুঠুরি
সাক্ষী থাকল মেরিনা সৈকত। গত ৭ ডিসেম্বর জয়ললিতার মরদেহ নিয়ে বিশাল শোকযাত্রা পৌঁছেছিল এই বেলাভূমিতে, যার পুরোভাগে ছিলেন শশিকলা। মাঝে দু’মাস সাত দিনের ব্যবধান। আজ আরও একটি মিছিল ছুঁয়ে গেল সেই সৈকত, যার পুরোভাগে সেই শশিকলাই। দুর্নীতির অভিযোগে জেলে চলেছেন তিনি।
advertisement
দশ হাজার শাড়ি, সাড়ে সাতশো জুতো!
নীলগিরি পর্বতের ঢালে প্রায় দু’হাজার একর জুড়ে কোডানাড় চা-বাগিচা। এত বড় এলাকা যে, ন’খানা ফটক। ভিতরে হেলিপ্যাড। বাগানের এক কোণে প্রাসাদের মতো বাংলো। গ্রীষ্মে চেন্নাই ছেড়ে এখানেই চলে আসতেন জয়ললিতা। রাজনীতির কচকচানি থেকে দূরে, শান্তির খোঁজে। আয়ুর্বেদিক চিকিৎসা করিয়ে, ঝরঝরে হয়ে ফিরতেন।
কিশোরীর মৃত্যুতে জনরোষ, বেদম মার কর্মীদের, দেদার ভাঙচুর হাসপাতালে
মাটিতে আছড়ে ফেলা হচ্ছে কম্পিউটার। লোহার রডে গুঁড়িয়ে যাচ্ছে ফুলের টব। চুরমার হয়ে সশব্দে খসে পড়ছে কাচের দরজা-জানলা। এক দল লোক বেধড়ক পেটাচ্ছে হাসপাতালের রিসেপশনের কর্মী আর নিরাপত্তারক্ষীদের। সঙ্গে অকথ্য গালিগালাজ। অন্য কর্মীরা যে যে দিকে পারছেন, পালাচ্ছেন। আতঙ্কিত রোগীরা সিঁটিয়ে রয়েছেন এখানে-ওখানে।
বিল এত টাকার! তদন্ত চান মুখ্যমন্ত্রী
রোগ সারাতে হাসপাতালে যান মানুষ। এ বার হাসপাতালের রোগ সারানোর পালা। চিকিৎসার খরচের হিসেব ফুলিয়েফাঁপিয়ে দেখিয়ে রোগীকে ঠকানোর অভিযোগ বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে নতুন নয়। এ ব্যাপারে কলকাতার কয়েকটি প্রতিষ্ঠানের উপর এমনিতেই চটে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের শীর্ষ সূত্রের খবর, বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে এ বার কিছু ভয়াবহ অভিযোগ পেয়ে পুরোদস্তুর তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে জানিয়ে দিয়েছেন, ওই তদন্ত রিপোর্টের ভিত্তিতেই বেসরকারি মালিকানায় থাকা এক শ্রেণির হাসপাতালের রোগ সারাতে কড়া ওষুধের ব্যবস্থা করবেন তিনি।
টেট নিয়ে ওঠা অভিযোগ মারাত্মক, বলল হাইকোর্ট
রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগগুলিকে বুধবার ‘মারাত্মক’ বলে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলগুলিকেও অভিযোগের বিস্তৃত জবাব দিতে বলেছে আদালত। মামলাকারীদের তার পালটা অভিমত দিতে হবে পরবর্তী দু’সপ্তাহের মধ্যে। অর্থাৎ, ছ’সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি। মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য আদালতকে জানান, ১,২,৩,৪ ফেব্রুয়ারি ভোররাত পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালানো হয়েছে। ১ ফেব্রুয়ারি ছিল সরস্বতী পুজো। অর্থাৎ, ছুটির দিন থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।
ক্যালকাটা হসপিটালে রোগীমৃত্যু ঘিরে তাণ্ডব
সেটা ছিল ২০১০ সালের এপ্রিল মাস। চিকিৎসা গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে— এই অভিযোগে সেবার তছনছ হয়ে গিয়েছিল ইএম বাইপাস লাগোয়া পিয়ারলেস হাসপাতাল। দক্ষযজ্ঞ চালিয়েছিল উত্তেজিত বাড়ির লোকজন। সাত বছর বাদে ফের চিকিৎসার গাফিলতি নিয়ে অনেকটা একই রকম তাণ্ডব চলল আলিপুরের ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট (সিএমআরআই) বা ক্যালকাটা হসপিটালে। যার জেরে বুধবার বেলার পর বন্ধ হয়ে গেল এখানকার রোগী ভরতি, ইমার্জেন্সি, আউটডোর, স্পেশালিটি ক্লিনিকসহ অধিকাংশ পরিষেবা। বিক্ষোভ অবরোধে অফিস টাইমে কিছুক্ষণ বন্ধ রইল ডায়মন্ডহারবার রোড। ভোগান্তিতে পড়লেন নিত্যযাত্রীরা।
জেলে শশী, রাজ্যপালের দিকে তাকিয়ে তামিলনাড়ু
তিনি নিছকই চিন্নাম্মা। অর্থাৎ ছোট মা। আম্মা নয়। জয়ললিতা নামক মিথ একজনই হতে পারেন। তাই বিরাট কনভয় নিয়ে চেন্নাই থেকে বেঙ্গালুরুর জেলে যাওয়া শশীকলার জন্য তামিলনাড়ুকে কেঁদে ভাসাতে দেখা গেল না। আবেগে আত্মঘাতী হওয়ার চেষ্টাও করল না কেউ। নেত্রীর ছবি আঁকড়ে বুক চাপড়ানোর চেনা দৃশ্য থেকেও দূরে সরে গিয়েছে তামিলনাড়ু। কান্না দেখা গেল একবারই। যখন জেলে যাওয়ার গাড়িতে ওঠার আগে শশীকলা পোজ গার্ডেন থেকে গেলেন মেরিনা বিচে জয়ললিতার সমাধিস্থলে। প্রার্থনা করলেন। গোলাপ পাপড়ি নিয়ে শ্রদ্ধা জানানোর পর আচমকাই সমাধির বেদিতে তিনবার মুষ্টিবদ্ধ হাত ঠুকলেন, যেন শপথ নিচ্ছেন কিছু। আর ওই দৃশ্যটি দেখে উপস্থিত জনতা সদ্যপ্রয়াত আম্মার জন্য আবার তারস্বরে কেঁদে উঠলেন। এবং একইসঙ্গে আম্মার জয়ধ্বনিও উঠল।
আমিই আকাঙ্ক্ষাকে খুন করেছি, মুক্তি চাই না, কোর্টে দাঁড়িয়ে কবুল উদয়নের
‘আমি আকাঙ্ক্ষাকে খুন করেছি। আমি মুক্ত হতে চাই না’। মঙ্গলবার বাঁকুড়া আদালতে নিজেরই আইনজীবীর করা জামিনের আবেদনের শুনানির সময় বিচারকের সামনে একথা বলে উদয়ন দাস সকলকে চমকে দেয়। গোপন জবানবন্দি দিতে চায় বলেও এদিন বাঁকুড়ার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের(সিজেএম) সামনে উদয়ন স্পষ্ট জানিয়ে দেয়। আজ, বৃহস্পতিবার বাঁকুড়ার তৃতীয় বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সংগীতা চট্টোপাধ্যায়ের সামনে উদয়নের গোপন জবানবন্দি রেকর্ড করা হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
সিএনজি বাসে ঝোঁক রাজ্যের
কালো ধোঁয়া ছেড়ে চলা ডিজেল বাস সরিয়ে ধাপে ধাপে গোটা রাজ্যেই চালু হবে সিএনজি বাস ৷ এই বাস কিনতে এককালীন খরচ বেশি হলেও চালানো ও রক্ষণাবেক্ষণে খরচ কম ওবং প্রায় দূষণহীন হওয়ায় সিএনজি বাসের দিকেই ঝুঁকছে রাজ্য সরকার ৷
বেলাগাম তাণ্ডবে খণ্ডহর হাসপাতাল
এক হাতে ক্রাচ ৷ অন্য হাতে শক্ত করে ধরা স্বামীর হাত ৷ সত্তরোর্ধ্ব স্ত্রীকে নিয়ে কোনওক্রমে পালানোর চেষ্টা করেছেন বৃদ্ধ ভদ্রলোক ৷ প্রাণপণে ছোটাছুটি করছেন আতঙ্কিত রোগীর আত্মীয়রা ৷ প্রাণ বাঁচাতে লুকনোর জায়গা খুঁজছেন কর্মীরা ৷
পাকিস্তানের পতাকা হাতে দেখলে ‘দেশদ্রোহী’: সেনা
পাকিস্তানের পতাকা দেখালেই জঙ্গি হিসেবে চিহ্নিত করা হবে ৷ বুধবার সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াতে ৷
MLA অপহরণের দায়ে এবার নতুন FIR চিন্নাম্মার বিরুদ্ধে
সময়টা অত্যন্ত খারাপ যাচ্ছে শশিকলার ! এবার দলের বিধায়কদের অপহরণ ও বেআইনি ভাবে আটকে রাখার অভিযোগে FIR দায়ের করা হল শশিকালর বিরুদ্ধএ ৷ অভিযোগ দায়ের করা হয়েছে AIADMK পরিষদীয় দলনেতা এড়াপ্পড়ি পালানিস্বামী বিরুদ্ধে ৷