একের পর এক দুর্ঘটনা এবং প্রাণহানি। বাংলাজুড়ে উৎসবের মরশুমে বিষাদের সুর। এক দিকে মালবাজারের হড়পা বানে মৃত এখনও পর্যন্ত আট জন। অন্য দিকে শহরে তিন জনের মৃত্যু হল বাসের ধাক্কায়। বুধবার রাত ১টা বেজে ১০ মিনিটে শিয়ালদহের বিদ্যাপতি সেতুতে এই ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: বোল্ডার ফেলে আটকানো হয় নদীর পথ, জলপাইগুড়ি কাণ্ডে অনেক প্রশ্ন! দেখুন ঘটনার ভিডিও
advertisement
মৃতদের নাম, অদিতি গুপ্ত (১৮), রাহুল কুমার প্রসাদ (৩০) এবং নন্দিনী কুমারী (২৩)। বাতি তিন আহত এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। সূত্রের খবর, একই পরিবারের পাঁচ জনকে ধাক্কা মেরেছে সেই বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অদিতি গুপ্তর। বাকি পাঁচ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয়। বাকি তিন জনকে কোঠারি হাসতাপালে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীকালে।
আরও পড়ুন: জলপাইগুড়ি বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮, এখনও নিখোঁজ অনেকে! বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ
ঘটনায় আটক করা হয়েছে দু'জনকে। তাঁদের মধ্যে এক জন বাসের কনডাক্টর এবং অন্য জন হেল্পার। চালক ঘটনাস্থল থেকেই পলাতক। বাজেয়াপ্ত করা হয়েছে বাসটিকেও।