TRENDING:

দশমীর রাতে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা শিয়ালদহে, মৃত ৩ পথচারী! রাজপথে রক্তগঙ্গা

Last Updated:

একের পর এক দুর্ঘটনা এবং প্রাণহানি। বাংলাজুড়ে উৎসবের মরশুমে বিষাদের সুর। এক দিকে মালবাজারের হড়পা বানে মৃত এখনও পর্যন্ত আট জন। অন্য দিকে শহরে তিন জনের মৃত্যু হল বাসের ধাক্কায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দশমীর রাতে শিয়ালদহে দুই বাসের রেষারেষিতে বলি তিন জনের। আহত আরও তিন। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু'জনকে। পুজোর রাতে প্রতিমা ভাসান দেখে হেঁটে ফিরছিলেন একাধিক পথচারী। এমনই সময়ে বিদ্যাপতি সেতুতে একটি বাস পর পর ধাক্কা মারে ৬ জন পথচারীকে।
advertisement

একের পর এক দুর্ঘটনা এবং প্রাণহানি। বাংলাজুড়ে উৎসবের মরশুমে বিষাদের সুর। এক দিকে মালবাজারের হড়পা বানে মৃত এখনও পর্যন্ত আট জন। অন্য দিকে শহরে তিন জনের মৃত্যু হল বাসের ধাক্কায়। বুধবার রাত ১টা বেজে ১০ মিনিটে শিয়ালদহের বিদ্যাপতি সেতুতে এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: বোল্ডার ফেলে আটকানো হয় নদীর পথ, জলপাইগুড়ি কাণ্ডে অনেক প্রশ্ন! দেখুন ঘটনার ভিডিও

advertisement

মৃতদের নাম, অদিতি গুপ্ত (১৮), রাহুল কুমার প্রসাদ (৩০) এবং নন্দিনী কুমারী (২৩)। বাতি তিন আহত এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। সূত্রের খবর, একই পরিবারের পাঁচ জনকে ধাক্কা মেরেছে সেই বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অদিতি গুপ্তর। বাকি পাঁচ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয়। বাকি তিন জনকে কোঠারি হাসতাপালে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীকালে।

advertisement

আরও পড়ুন: জলপাইগুড়ি বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮, এখনও নিখোঁজ অনেকে! বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

ঘটনায় আটক করা হয়েছে দু'জনকে। তাঁদের মধ্যে এক জন বাসের কনডাক্টর এবং অন্য জন হেল্পার। চালক ঘটনাস্থল থেকেই পলাতক। বাজেয়াপ্ত করা হয়েছে বাসটিকেও।

বাংলা খবর/ খবর/কলকাতা/
দশমীর রাতে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা শিয়ালদহে, মৃত ৩ পথচারী! রাজপথে রক্তগঙ্গা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল