বৃহস্পতিবার রাত যত বাড়ছিল, করুণাময়ীতে ততই বাড়ছিল উত্তেজনা। শেষমেশ রাস্তা খালি করতে মধ্যরাতে অভিযানে নামে পুলিশ। কার্যত টেনে হিঁচড়ে, পাঁজাকোলা করে চাকরিপ্রার্থীদের বাসে এবং প্রিজন ভ্যানে তুলতে শুরু করেন বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশকর্তারা। তিনটি বাসে ঠাসাঠাসি করে ঢুকিয়ে আন্দোলনকারীদের আটক করে নিয়ে যাওয়া হয়। ভোরের দিকে নিউটাউন থানায় থাকা চাকরিপ্রার্থীরা ছাড়া পেলেও আন্দোলনের মূল তিন নেতার হদিশ নেই তখনও৷ অভিযোগে সরব চাকরিপ্রার্থীরা৷
advertisement
শুক্রবার দুপুরে ফের রণক্ষেত্র সল্টলেকের করুণাময়ী, উত্তপ্ত পরিস্থিতি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে। বৃহস্পতিবার মাঝরাতে ২০১৪ ও ’১৭ টেট উত্তীর্ণদের তুলে দেয় পুলিশ, কিন্তু শুক্রবার নতুন করে ওই এলাকায় বিক্ষোভ প্রদর্শন করতে শামিল হন ২০১৪ সালের টেট উত্তীর্ণদের একাংশ। আন্দোলন তুলতে পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ উঠেছে।