ফেসবুকে এই হুমকি দেওয়া হচ্ছে। এমনকী শ্রীজাতর পরিবারকেও হুমকি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সস্ত্রীক লালবাজারে যান শ্রীজাত। গোয়েন্দা প্রধানের সঙ্গে কথা বলেন। এরপর লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী।
শ্রীজাতর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। ৫০৬ হুমকি ও অশ্লীল ভাষায় কথা ৷ সাইবার আইনের ৬৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷
advertisement
শ্রীজাতর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত কলকাতা পুলিশের। নিরাপত্তায় একজন পুলিশকর্মী মোতায়েন থাকবেন। অন্যদিকে শ্রীজাতর গ্রেফতারির দাবিতে চাপ বাড়াচ্ছে বিজেপিও।
শ্রীজাতকে গ্রেফতারির দাবিতে বৃহস্পতিবার শিলিগুড়ির পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন জেলা বিজেপি নেতারা। পালটা শ্রীজাতর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে শিলিগুড়িতে মিছিল করে বামেরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 24, 2017 10:52 AM IST