TRENDING:

সোশ্যাল সাইটে কবিতা পোস্ট ঘিরে বিতর্কের মাঝেই শ্রীজাতকে খুনের হুমকি

Last Updated:

সোশ্যাল সাইটে কবিতা পোস্ট ঘিরে বিতর্কের মাঝেই শ্রীজাতকে হুমকি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সোশ্যাল সাইটে কবিতা পোস্ট ঘিরে বিতর্কের মাঝেই শ্রীজাতকে হুমকি। আর তার জেরে লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন শ্রীজাত। নিরাপত্তায় পুলিশ কর্মী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। পাল্টা কবির গ্রেফতারির দাবিতে চাপ বাড়াচ্ছে বিজেপিও। শ্রীজাতর বিরুদ্ধে ঘোলা থানায় আরও একটি অভিযোগ দায়ের হয়েছে।
advertisement

ফেসবুকে এই হুমকি দেওয়া হচ্ছে। এমনকী শ্রীজাতর পরিবারকেও হুমকি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সস্ত্রীক লালবাজারে যান শ্রীজাত। গোয়েন্দা প্রধানের সঙ্গে কথা বলেন। এরপর লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী।

শ্রীজাতর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। ৫০৬   হুমকি ও অশ্লীল ভাষায় কথা ৷  সাইবার আইনের ৬৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷

advertisement

শ্রীজাতর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত কলকাতা পুলিশের। নিরাপত্তায় একজন পুলিশকর্মী মোতায়েন থাকবেন। অন্যদিকে শ্রীজাতর গ্রেফতারির দাবিতে চাপ বাড়াচ্ছে বিজেপিও।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শ্রীজাতকে গ্রেফতারির দাবিতে বৃহস্পতিবার শিলিগুড়ির পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন জেলা বিজেপি নেতারা। পালটা শ্রীজাতর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে শিলিগুড়িতে মিছিল করে বামেরা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
সোশ্যাল সাইটে কবিতা পোস্ট ঘিরে বিতর্কের মাঝেই শ্রীজাতকে খুনের হুমকি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল