গঙ্গাসাগর মেলায় প্রতিবাই ছোটছোট করে গঙ্গা আরতির ব্যবস্থা থাকে । কিন্তু সেই আরতিগুলি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে, ছোট আকারে হয়। এবার সাগর সঙ্গমে রোজই আরতি দেখার সুযোগ মিলবে। ২ নম্বর এবং ৩ নম্বর রাস্তার মাঝ বরাবরগঙ্গার তীরের দিকে প্রতিদিন সন্ধ্যা আরতির ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত, বড়দিনে আবহাওয়ার বড় আপডেট হাওয়া অফিসের
advertisement
সন্ধ্যা আরতির পাশাপাশি বাংলার সংস্কৃতিকে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে গঙ্গাসাগর মেলায় তুলে ধরা হবে প্রতিদিন। এর আগে জেলাশাসকের বাংলোর ভিতরে ছোট আকারে লাইট অ্যান্ড সাউন্ড দেখার সুযোগ পাওয়া যেত। এবার জেলা শাসকের বাংলোর বাইরে বাংলার সংস্কৃতিকে তুলে ধরবে গঙ্গাসাগর মেলা কমিটি। স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরা এ বিষয় জানান, বিভিন্ন মন্দির স্থাপত্য, সংস্কৃতি বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হবে লাইট অ্যান্ড সাউন্ডের মধ্যে দিয়ে। এতে বাংলার সংস্কৃতি বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যাবে। তিনি আরও জানান, এবারের মেলার এই নতুন দুই আয়োজন মেলাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে।