পুজোর আগে থেকেই দূষণে হাঁসফাঁস কলকাতার। আশঙ্কা ছিল, কালীপুজোয় বাজি ফাটার পর দূষণ কি আরও মাত্রা ছাড়াবে? যদিও, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বোর্ডের রিপোর্ট বলছে, গতবারের থেকে এবার দূষণ কম। পর্ষদের আটটি দল কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তাঁদের রিপোর্ট অনুযায়ী:
- ভিক্টোরিয়া ও বিধাননগরে দূষণ অন্য জায়গার থেকে কম
advertisement
- বালিগঞ্জ, যাদবপুর, রবীন্দ্র সরোবর, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে দূষণ হলেও তা গতবারের থেকে কম
- সবথেকে বেশি দূষণ বাগবাজারে
শব্দবিধি ভাঙলেই জেল বা জরিমানা।শব্দবাজির দৌরাত্ম্য রুখতে কলকাতা-সহ জেলায় নাকা চেকিং ও তল্লাশি জারি ছিল পুলিশের বিশেষ দলের। অন্যান্য বছরে গিরিশ পার্ক, পোস্তা, বড়বাজারের মত এলাকায় যেখানে শব্দবাজির দাপটে কান ঝালাপালা হওয়ার জোগাড়, সেখানে এবারে ছিল অনেকটাই শান্ত।
পুলিশের নজরদারি এড়িয়ে কলকাতা বিমানবন্দর ও রাজারহাট থানা এলাকায় অবশ্য ফানুস উড়তে দেখা গিয়েছে। যদিও তা গতবারের থেকে সংখ্যায় কম।