TRENDING:

Teenager electrocuted in Kolkata: হরিদেবপুরের পর আবার, রাজাবাজারের রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের

Last Updated:

এ দিন সন্ধ্যায় কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি নামে৷ জানা গিয়েছে, বৃষ্টির মধ্যেই রাস্তায় খেলছিল ওই কিশোর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হরিদেবপুরের ঘটনার রেশ কাটল না৷ বৃষ্টি হতেই ফের কলকাতার রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের৷ এ দিন সন্ধ্যায় রাজাবাজার এলাকার রাজা রাজ নারায়ণ স্ট্রিটে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে৷ মৃত কিশোরের নাম মহম্মদ ফাইজান৷
এই খুঁটিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর৷
এই খুঁটিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর৷
advertisement

এ দিন সন্ধ্যায় কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি নামে৷ মৃত কিশোরের বাবা পড়ে দাবি করেন, সন্ধেবেলা টিউশন পড়ে ফিরছিল ওই কিশোর৷ বৃষ্টির কারণে গলিতে জল জমে ছিল৷ বিদ্যুতের খুঁটির কাছে জমা জলে পা দিতেই  তাঁর ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হন বলে দাবি মৃতের বাবার৷

সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়ে ওই কিশোর৷ কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বুঝতে পেরে স্থানীয়রাই তাঁকে উদ্ধারের চেষ্টা করে৷ শেষ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কিশোরকে উদ্ধার করা হয়৷

advertisement

আরও পড়ুন: হরিদেবপুর কান্ডের জের, একসঙ্গে ৬২ জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি পুরসভার

প্রথমে কিশোরকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তীর দাবি, হাসপাতালেই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷

গত রবিবার হরিদেবপুরে অনেকটা একই ভাবে বিদ্যুতের খুঁটিতে হাত লেগে মৃত্যু হয় এক কিশোরের৷ সেই ঘটনার পর এক সপ্তাহ কাটতে না কাটতেই একই ভাবে প্রাণ গেল আর এক কিশোরের৷ ফলে হরিদেবপুরের ঘটনার পর মেয়র ফিরহাদ হাকিম কড়া পদক্ষেপের বার্তা দিলেও পুরসভা এবং সিইএসসি-র নজরদারি নিয়ে আবারও গুরুতর প্রশ্ন উঠে গেল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

হরিদেবপুরের ঘটনার পর প্রায় গোটা শহর জুড়ে ছড়িয়ে থাকা বিপজ্জনক বিদ্যুতের খুঁটি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল৷ বৃষ্টি হলেই যে বিপদ বাড়বে, তেমন আশঙ্কাও ছিল৷ রাজাবাজারের ঘটনা সেই আশঙ্কাকেই সত্যি প্রমাণ করল৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Teenager electrocuted in Kolkata: হরিদেবপুরের পর আবার, রাজাবাজারের রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল